Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যCalcutta High Court: হাইকোর্টের রায়ে খারিজ রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প

Calcutta High Court: হাইকোর্টের রায়ে খারিজ রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প

Follow Us :

আদালতের রায়ে খারিজ হয়ে গেল রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প। কারণ, কলকাতা হাই কোর্টের রায় অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্প ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আইন অনুযায়ী এই প্রকল্পের গ্রহণযোগ্যতা নেই।
বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ক্ষমতায় আসার পর দুয়ারে রেশন প্রকল্প নিয়ে আসবে রাজ্য সরকার। কিন্তু ওই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় হাইকোর্টে। ওই মামলার রায়ে বুধবার আদালত জানিয়ে দিল রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের আইনি বৈধতা নেই।
একুশের বিধানসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানিয়েছিলেন, এরপর থেকে আর  রেশনের দোকানের লাইনে কারোকে দাঁড়াতে হবে না। তৃণমূল ক্ষমতায় ফিরলেই আমজনতার দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে।  সেই প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় ফেরার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এরপর থেকে বাড়িতে বাড়িতে রেশনের জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে। সে জন্য নির্দিষ্ট পরিকল্পনাও নেওয়া হয়। 
কিন্তু রেশন ডিলারদের অভিযোগ, পরিকল্পনা রূপায়ণের  সময় তাঁদের যথেষ্ট অসুবিধায় পড়তে হয়। ওই ব্যাপারে প্রথমে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দেয়। কিন্তু বিচারপতি চিত্তরঞ্জন দাশ আর বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে ফের আদালতের দ্বারস্থ হন রেশন ডিলারদের একটি অংশ। 
ওই মামলায় বুধবার বিচারপতিরা জানিয়ে দিলেন, রাজ্য সরকারের দুয়ারে রেশন  প্রকল্পের আইনি বৈধতা নেই। যে রায়কে নবান্নের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ওই মামলায় রেশন ডিলারদের তরফে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানানো হয়েছে। প্রসঙ্গত,  নবান্নের ওই উদ্যোগকে মডেল করে দিল্লির কেজরিওয়াল সরকারও রাজধানীতে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প তৈরি করেছিল। কিন্তু আদালতের আপত্তি জেনে সে প্রকল্প বাতিল করতে হয়। এবার একই যুক্তিতে দুয়ার রেশন প্রকল্প খারিজ করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

RELATED ARTICLES

Most Popular