Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাICC-WTC Final | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বড় পদক্ষেপ আইসিসি-র

ICC-WTC Final | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বড় পদক্ষেপ আইসিসি-র

Follow Us :

দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) আগে বড় পদক্ষেপ আইসিসি (ICC)-র। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে আর থাকছে না ‘সফট সিগনাল’-এর নিয়ম। এই ‘সফট সিগনাল’ (Soft Signal) নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্ক হয়েছে।  কী এই ‘সফট সিগনাল’? অন ফিল্ড আম্পায়ার যদি নিজের সিদ্ধান্তে নিশ্চিত না থাকেন, সেক্ষেত্রে তিনি থার্ড আম্পায়ারের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। সেক্ষেত্রে অন ফিল্ড আম্পায়ার কী ভাবছেন (আউট না নট আউট) সেটার ইঙ্গিত তিনি দিতে পারেন। এক্ষেত্রে থার্ড আম্পায়ার যদি সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত না হন, তাহলে অন ফিল্ড আম্পায়ারের দেওয়া ওই ‘সফট সিগনাল’-কেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গন্য করা হয় বা ওটাকেই বহাল রাখা হয়। 

তবে প্রথম থেকেই এই ‘সফট সিগনাল’ নিয়ম আতসকাঁচের তলায় ছিল। ২০২৩-এ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে মার্নাস লাবুশানের একটি আউট নিয়ে বিতর্ক চরমে ওঠে। এই ম্যাচের পর ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক বেন স্টোকস আইসিসি-র কাছে অনুরোধ করেন ‘সফট সিগনাল’ নিয়ম তুলে দেওয়ার জন্য। অবশেষে আইসিসি স্টোকসের অনুরোধকেই সীলমোহর দিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এবং আসন্ন অ্যাশেস থেকে আর থাকছে না ‘সফট সিগনাল’ নিয়ম। এখন থেকে থার্ড আম্পায়ার-ই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এছাড়া আরও দুটি নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। খারাপ আলো থাকলে এখন থেকে ফ্লাডলাইট ব্যবহার করা যাবে। দ্বিতীয়টি হল এখন থেকে ওয়ান অফ টেস্টে যদি পাঁচদিনে ফলাফল না আসে, সেক্ষেত্রে ষষ্ঠ দিনেও খেলা হবে।

RELATED ARTICLES

Most Popular