Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাInd vs NZ: সূর্যের সেঞ্চুরিতে হার্দিকদের জয়ে শুরু নতুন টিম ইন্ডিয়ার

Ind vs NZ: সূর্যের সেঞ্চুরিতে হার্দিকদের জয়ে শুরু নতুন টিম ইন্ডিয়ার

Follow Us :

সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য সেঞ্চুরি, ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে ভর করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে সহজেই জিতল ভারত। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর প্রথমবার মাঠে নেমে টিম ইন্ডিয়া জিতল ৬৫ রানে। শুক্রবার ওয়েলিংটনে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছিল টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ফলে এদিন হার্দিক পান্ডিয়াদের জয় নিশ্চিত করল, চলতি টি-২০ সিরিজে হারবে না ভারত। মঙ্গলবার টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ।

সূর্যকুমার যাদবের ৫১ বলে ১১১ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংসে ভর করে ভারত পুরো ২০ ওভার ব্যাট করে ৬ উইকেটে করেছিল ১৯১ রান। জবাবে ব্যাট করতে নেমে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (৫২ বলে ৬১) ভাল ইনিংস খেললেও কারও সঙ্গ না পাওয়ায় বড় হারের মুখে পড়ে নিউজিল্যান্ড। দীপক হুডা ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন। ইনিংসের দ্বিতীয় বলে কিউই ওপেনার ফিন অ্যালনকে আউট করে ভারতে প্রথম সাফল্য এনে দেন ভুবনেশ্বর কুমার। তিন কিউই ব্যাটার কোনও রান করতে পারেননি-ফিন অ্যালন, জেমস নিশাম, টিম সাউদি।

 আরও পড়ুন-Team India: নির্বাচকদের তাড়ানোর পর এবার টি-২০তে হচ্ছে আলাদা কোচ!

অপ্রতিরোধ্য ফর্ম অব্যাহত সূর্যকুমার যাদবের। রবিবার মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে সূর্য করলেন অবিশ্বাস্য সেঞ্চুরি। মাত্র ৫১ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দুনিয়ার এক নম্বর টি-২০ ব্যাটার। সূর্যের ইনিংস সাজানো ছিল ৭টা ওভার বাউন্ডারি, ও ১১টি বাউন্ডারি দিয়ে। এদিন,সূর্যর স্ট্রাইক রেট ছিল ২১৭.৬৪। কেন তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা ব্যাটার তা আরও একবার প্রমাণ করলেন মুম্বইয়ের তারকা এই ব্যাটার। সূর্যের অবিশ্বাস্য সেঞ্চুরির সুবাদে ভারত ২০ ওভারে করে ৬ উইকেটে ১৯১ রান। 

ওপেনার হিসেবে নেমে রান পাননি ঋষভ পন্থ (১৩ বলে ৬ রান)। অপর ওপেনার ইশান কিষাণ ৩১ বলে করেন ৩৬ রান। ১৩ রান করে হিট উইকেট হয়ে যান শ্রেয়স আইয়ার। ১৩ রানে আউট হন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। 

দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দর কোনও রান না করেই আউট হন। কিউই পেসার টিম সাউদি ৩৪ রান দিয়ে নেন ৩টি উইকে
ট। কলকাতা নাইট রাইডার্সে যাওয়া কিউই পেসার লোকি ফার্গুসন ৪৯ রান দিয়ে নেন ২টি উইকেট।

RELATED ARTICLES

Most Popular