Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকHarvinder Singh Rinda: ভারতে মোস্ট ওয়ান্টেড জঙ্গির মৃত্যু পাকিস্তানে, ড্রাগ ওভারডোজই কারণ 

Harvinder Singh Rinda: ভারতে মোস্ট ওয়ান্টেড জঙ্গির মৃত্যু পাকিস্তানে, ড্রাগ ওভারডোজই কারণ 

Follow Us :

লাহোর: ভারতে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্দার মৃত্যু হল পাকিস্তানের (Pakistan) লাহোরের (Lahore) এক হাসপাতালে। অতিরিক্ত পরিমাণ মাদক সেবনের (Drug Overdose) ফলে মৃত্যু হয়েছে তার বলে খবর। পাকিস্তানের রাজ্য এবং কেন্দ্র দুই পর্যায়েই রিন্দার (Rinda) মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রিন্দার কোনও তথ্য দিতে পারলেই ১০ লক্ষ টাকার পুরস্কার অর্থ ঘোষণা করে রেখেছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা (NIA)।  

এ প্লাস তালিকাভুক্ত এই গ্যাংস্টারের কীর্তির শেষ নেই। নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে মাদক পাচার (Drug Smuggling) এবং অস্ত্র ব্যবসা (Arms Supply) চালাত সে। শেষ কয়েক বছরে পাকিস্তান থেকেই অপারেট করত রিন্দা। মাদক পাচার ছাড়াও জঙ্গি (Terrorist) এবং গ্যাংস্টারদের (Gangster) মধ্যে সেতুবন্ধনের কাজ ছিল তার। গ্যাংস্টারদের অস্ত্র জোগান দেওয়ার মূল পান্ডা ছিল রিন্দা। এমন কোনও গ্যাং ছিল না যার সঙ্গে যোগাযোগ ছিল না তার। 

আরও পড়ুন: Gujarat: কেবলমাত্র মুসলমানরাই পারে কংগ্রেসকে রক্ষা করতে, মন্তব্য গুজরাতের কংগ্রেস প্রার্থীর 

এ বছর মে মাসে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে আরপিজি হামলার মাস্টারমাইন্ড রিন্দাই বলে মনে করা হয়। রিন্দা জঙ্গি সংগঠনের দায়িত্ব নেয় হরপ্রীত সিং ওরফে হ্যাপি পিএইচডির মৃত্যুর পর। পাকিস্তানে খুন হয়েছিল হ্যাপি। ভারতের গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের ওয়াধওয়া গ্রুপের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছিল রিন্দার। 

১৪ নভেম্বর লাহোরের হাসপাতালে ভর্তি হয় সে। অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মিলিটারি হাসপাতালে। পুলিশের খাতায় যা বিবরণী রয়েছে, তাতে রিন্দার বয়স ৩৫। খুব ছোটবেলায় পাঞ্জাবের তরণ তারণ জেলার সরহালি গ্রাম থেকে মহারাষ্ট্রের নান্দেভে চলে আসে। মহারাষ্ট্র, চণ্ডীগড়, হরিয়ানা এমনকী পশ্চিমবঙ্গের পুলিশের খাতাতেও মোস্ট ওয়ান্টেড হিসেবে নাম আছে রিন্দার। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সে একজন বড়সড় বিপদ বলেই গণ্য করত এনআইএ।    

RELATED ARTICLES

Most Popular