Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMamata Shah Meeting: ডিসেম্বরে মমতা-শাহের সাক্ষাৎ পূর্বাঞ্চলীয় পরিষদের  বৈঠকে 

Mamata Shah Meeting: ডিসেম্বরে মমতা-শাহের সাক্ষাৎ পূর্বাঞ্চলীয় পরিষদের  বৈঠকে 

Follow Us :

কলকাতা: স্থগিত হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের নতুন দিন ঘোষণা হল। কলকাতায় ওই বৈঠক আগামী ১৭ ডিসেম্বর হবে বলে স্থির হয়েছে। নবান্ন (Nabanna) সভাঘরে (Meeting) এই বৈঠক হবে। পর্ষদের চেয়ারম্যান হিসেবে বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah), ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Nabin Pattanayek) থাকার কথা। নবান্ন সূত্রে সোমবার এই খবর জানা গিয়েছে। 
প্রসঙ্গত, এই বৈঠক হওয়ার কথা ছিল গত ৫ নভেম্বর। অমিত শাহের নিজস্ব কিছু কর্মসূচি থাকায় সেই সময় তিনি যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। তাই বৈঠক স্থগিত হয়ে যায়। ১৭ ডিসেম্বর বৈঠকের পর অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা কথা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: পার্থদের ফের জেল হেফাজত ১২ ডিসেম্বর পর্যন্ত, বিচারকের রোষে আবারও সিবিআই 
মূলত আন্তঃরাজ্য বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই বৈঠক ডাকে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। তবে, নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে এখন রাজ্য রাজনীতি সরগরম। একাধিক বিষয়ে রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলছে। যা নিয়ে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ চরমে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকে কী নিয়ে কথা হবে তাকে ঘিরে এদিন থেকেই জল্পনা শুরু হয়েছে। আগামী ৫ই ডিসম্বর মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন। সেখানেও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলাদা করে বৈঠক হতে পারে। গত শুক্রবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দুর যাওয়া নিয়েও বিরোধীরা সেটিংয়ের তত্ত্ব সামনে আনছে। তার উপর মমতার সঙ্গে দিল্লিতে মোদির এবং কলকাতায় শাহের বৈঠক ঘিরেও বিরোধীদের সেটিং তত্ত্ব ফের আলোচনায় উঠে আসবে বলে মনে করছে রাজৈনিতক মহল। 

RELATED ARTICLES

Most Popular