skip to content
Monday, July 8, 2024

skip to content
Homeজেলার খবরMamata Banerjee: আজ সাগরদিঘিতে মমতা, পঞ্চায়েত ভোটের মুখে চাঙ্গা মুর্শিদাবাদ তৃণমূল

Mamata Banerjee: আজ সাগরদিঘিতে মমতা, পঞ্চায়েত ভোটের মুখে চাঙ্গা মুর্শিদাবাদ তৃণমূল

Follow Us :

সাগরদিঘি (মুর্শিদাবাদ): আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি আসছেন। সাগরদিঘির ধুমারপাহাড় মাঠে প্রশাসনিক সভা (Administrative Meeting) করবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাস্তাঘাটের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। সেই সভা ঘিরে প্রস্তুতিপর্ব প্রায় শেষ পর্যায়ে। রবিবারই জেলা পুলিশ-প্রশাসন দফায় দফায় এসে সভাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার, দুপুর ১২টা নাগাদ ওই সভা ঘিরে উন্মাদনা শুরু হয়েছে জেলা তৃনমূল (TMC) শিবিরে। এদিকে, ওই প্রশাসনিক সভার পাশে তৈরি হয়েছে হেলিপ্যাড (Helipad)। সেই হেলিপ্যাড মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য রবিবারই কপ্টার ওঠানামার মহড়া হয়েছে। ওই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Locket Chatterjee : দিদির দূতেদের সামনে পেলে চড়-থাপ্পড় মারার হুঁশিয়ারি লকেটের 

ওই সভা থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। এছাড়াও রঘুনাথগঞ্জ ১ ব্লক, রানিনগর ১ ব্লকে বেশ কয়েকটি নতুন রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লালগোলা ব্লকে একটি সেতু, জঙ্গিপুর ও কান্দিতে সার্কিট হাউস, ডোমকলে কম্পোজিট কোর্ট ভবন, কলকাতার নিউটাউনে মুর্শিদাবাদ ভবনের উদ্বোধন করবেন মমতা। নতুন বেশ কয়েকটি রাস্তা, রাস্তার সংস্কার, জল সরবরাহ প্রকল্প, শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য প্রকল্পের শিলান্যাস হবে ওই অনুষ্ঠানে। 

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায় দলীয় ঐক্য, কর্মীদের মনোবল বাড়াতেই তাঁর এই জেলা সফর বলে মনে করছেন অনেকে। এছাড়াও গতবছর ২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। মেঘালয় ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনের সঙ্গে এই কেন্দ্রের উপনির্বাচন হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তাই কমিশনের দিনক্ষণ ঘোষণার আগেই দলকে চাঙ্গা করতে জেলা সফরে দলনেত্রী। জঙ্গিপুর সাংগঠনিক জেলা, সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে। দলের এই প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে পারেন খোদ দলনেত্রী।

একদিকে যেমন মেঘালয়ের ভোটপ্রচারে যাবেন তিনি, তেমনই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও জনসভা করতে যাবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ২০১১ সালের পর থেকে ধারাবাহিকভাবে তৃণমূলের পক্ষেই থেকেছে সাগরদিঘি বিধানসভা। ওই বছর মুর্শিদাবাদ জেলায় মাত্র চারটি আসনে প্রার্থী দিয়েছিল দল‌। যার মধ্যে ছিল সাগরদিঘিও। বাকি তিন আসলে ভোট কাটাকাটির অঙ্কে বাম প্রার্থীরা জিতে গেলেও, সাগরদিঘিতে জয় পেয়েছিলেন প্রয়াত সুব্রত।

২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও জয় পেয়েছিলেন তিনি। রাজ্য মন্ত্রিসভাতেও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্বে ছিলেন সুব্রত। তাই সেই আসনটি উপনির্বাচনে জিততে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে জঙ্গিপুর জেলা তৃণমূল নেতৃত্ব। আর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর উদ্যোগী হয়ে সাগরদিঘিতে আসা তাদের অতিরিক্ত পাওনা বলেই ধরছেন ওই জেলার তৃণমূলের নেতারা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bhangar | রাজ্যে ফের গণপিটুনি ! মেলেনি পুলিশি সাহায্য, চাঞ্চল্যকর ঘটনা
44:35
Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
02:23:15
Video thumbnail
Rath Yatra | দেশজুড়ে পালিত হচ্ছে রথ যাত্রা কোথায় কেমন ধুমধাম? দেখুন ভিডিও
01:00:00
Video thumbnail
TMC | তোলা না পেয়ে তৃণমূল নেতার ‘দাদাগিরি’ দেখুন চাঞ্চল্যকর ভিডিও
42:36
Video thumbnail
Denue | বর্ষার শুরুতেই ডেঙ্গি আতঙ্ক বিপদের আশঙ্কা কতটা?
31:21
Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
00:00
Video thumbnail
Yogi Adityanath | Rahul Gandhi | যোগীকে চিঠি রাহুলের, কী নিয়ে? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Yogi Adityanath | Rahul Gandhi | যোগীকে চিঠি রাহুলের, কী নিয়ে? দেখুন বড় আপডেট
06:08:25
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
00:00
Video thumbnail
BJP | মোদি না RSS, কে বাছবেন বিজেপি সভাপতি?
00:00