Placeholder canvas

Placeholder canvas
HomeGanashakti |Jago Bangla | গণশক্তির ফ্রেমে মমতা উধাও, জাগো বাংলায় নেই রাহুল,...
Array

Ganashakti |Jago Bangla | গণশক্তির ফ্রেমে মমতা উধাও, জাগো বাংলায় নেই রাহুল, সীতারাম

Follow Us :

কলকাতা: বিস্তর ঢাকঢোল পিটিয়ে শুক্রবার পাটনায় (Patna) বিজেপি বিরোধী দলগুলির মহাবৈঠক (Oppositions Meeting ) হল। এক মঞ্চে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআই সহ বিভিন্ন বিরোধী দলের নেতানেত্রীদের সমাবেশ। বৈঠক থেকে আগামী লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদের একজোট হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনেও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সিপিএমের সীতারাম ইয়েচুরিরা বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন। পরবর্তী কর্মসূচি ঠিক করার জন্য বিরোধী জোটের পরের বৈঠক হবে কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশের শিমলায়।

প্রশ্ন উঠেছে, বাংলায় কী হবে। যদিও বাংলা-সহ বিভিন্ন রাজ্যে সব দলেরই কিছু কিছু ছুঁতমার্গ আছে অন্য দলের প্রতি। যেমন বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস এবং বামেদের সম্পর্ক অত্যন্ত তিক্ত। গতকাল থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী গাইতে শুরু করেছেন, বাংলায় তাঁরা মমতার জো-হুজুরি করতে পারবেন না। শনিবারও অধীর সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় লোকসভা ভোটে বাম-কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধেই লড়বে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে। তিনি মমতার অতীত নিয়ে সরব হয়েছেন। সুজেনর কথায়, এর আগে মমতার তৃণমূল একাধিকবার বিজেপির হাত ধরে কেন্দ্রে ক্ষমতা ভোগ করেছে। আবার তারা কংগ্রেসের সঙ্গেও জোট করেছে। তাই আগে মমতাকে বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হবে।

আবার কংগ্রেস এবং বামেদের বিরুদ্ধে কড়া মনোভাব রয়েছে তৃণমূলের। দলের মুখপাত্র কুণাল ঘোষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে গুরুত্ব দিতেই রাজি নন। তিনি বলেন, দরকার হলে সোনিয়া গান্ধী কিংবা রাজীব গান্ধীর ফোন আসবে তৃণমূল নেত্রীর কাছে।

আরও পড়ুন: Kolkata TV Exclusive | Madan Lal | ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে জানতেন কপিল: মদন লাল 

এই পারস্পরিক অসূয়াই ধরা পড়ল শনিবার সিপিএম এবং তৃণমূলের মুখপত্রের পাতায়। এদিন সিপিএমের রাজ্য কমিটির দৈনিক মুখপত্র গণশক্তির (Ganashakti) প্রথম পাতায় গুরুত্ব দিয়ে পাটনার মহাবৈঠকের খবর ছাপা হয়েছে। প্রথম পাতাতেই বৈঠকের ছবিও ছাপা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, নীতিশ কুমার, সীতারাম ইয়েচুরি এবং লালুপ্রসাদ যাদবকে। সেই ফ্রেমে বাদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আবার তৃণমূলের দৈনিক মুখপত্র জাগো বাংলার (Jago Bangla) প্রথম পাতাতে বোল্ড করে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হয়েছে। পিছনের সারিতে সেই ছবিতে দেখা যাচ্ছে উদ্ধব গোষ্ঠীর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, কংগ্রেসের পবন খেরা প্রমুখকে। সেই ফ্রেমে উধাও সিপিএমের ইয়েচুরি, কংগ্রেসের রাহুল, খাড়্গের মতো নেতারা।

তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছে বিজেপি। গণশক্তির পাতায় মমতার ছবি নেই কেন, প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গতকালই শ্রীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ফটোসেশন করার জন্য পাটনায় বিরোধীদের বৈঠক হল। তিনশোর বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদিই ফের ক্ষমতায় আসবেন।

RELATED ARTICLES

Most Popular