Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যপ্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ার ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ার ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক

Follow Us :

কলকাতা: কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত মানিককে পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে মানিক যান ডিভিশন বেঞ্চে। গত ২ সেপ্টেম্বর আগের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। ইডি ও সিবিআই-এর স্ক্যানারে থাকা পলাশীপাড়ার বিধায়ক মানিক এবার শরণাপন্ন হয়েছেন শীর্ষ আদালতের। মামলা গ্রহণ করে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৭ সেপ্টেম্বর হবে ‘মানিক অপসারণ’ মামলার শুনানি। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিযোগে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিকের যোগ ছিল বলে দাবি করেছে ইডি। দেশ ছেড়ে পালাতে পারেন, এই আশঙ্কায় মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি আছে। তবে বিধানসভার অধিবেশনে বৃহস্পতিবারও দেখা গিয়েছে মানিককে। তিনি দীর্ঘদিন যোগেশ চন্দ্র চৌধুরী ল’কলেজে অধ্যক্ষের দায়িত্বেও ছিলেন। মানিকের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তায় তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। নিজের হৃত গৌরব ফেরত পেতে তিনি শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular