Placeholder canvas

Placeholder canvas
HomeMahendra Singh Dhoni | পোষ্যদের সঙ্গে মোমবাতি নিভিয়ে, কেক কেটে জন্মদিন পালন...
Array

Mahendra Singh Dhoni | পোষ্যদের সঙ্গে মোমবাতি নিভিয়ে, কেক কেটে জন্মদিন পালন ধোনির

Follow Us :

রাঁচি: আজ, ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। আর গতকাল ছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্মদিন। ভারতের দুই প্রাক্তন অধিনায়কই অভিনন্দনের বন্যায় ভেসেছেন। যখন খেলা থাকে না তখন প্রায় নিরুদ্দেশ হয়ে যান ধোনি। সোশ্যাল মিডিয়ায় তিনি নেই, তাই কী করছেন না করছেন কিছুই জানা যায় না। তবে জন্মদিন পালনের মিষ্টি মুহূর্ত দেখা গেল সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। 

সবার থেকে আলাদা তিনি, তাই তাঁর জন্মদিন পালনও সবার থেকে আলাদা। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন নয়, পোষ্য সারমেয়দের সঙ্গে মোমবাতিতে ফুঁ দিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন মাহি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়ির বাগানে টেবিলে রাখা চোট্ট কেক এবং তাতে পোঁতা একটা মোমবাতি। সামনে ধোনির চারটে পোষা কুকুর। ধোনি প্রথমে মোমবাতিতে ফুঁ দিলেন, তারপর কেক কাটলেন। এরপর কেকের খণ্ডগুলো খাওয়ালেন প্রিয় পোষ্যদের। এই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। 

আরও পড়ুন: Sourav Ganguly | জামা ওড়ানোর ভিডিয়ো দিয়েই জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা খোদ লর্ডসের!    

প্রসঙ্গত, শুক্রবার ধোনিকে নিয়ে এক মজার তথ্য দিয়েছিলেন তাঁর এককালের টিম মেট ওয়াসিম জাফর। তিনি জানিয়েছেন, ড্রিঙ্কস ব্রেকের সময় পেপসি (Pepsi) খেতেন অধিনায়ক। ক্রিকেটার কিংবা কোনও ক্রীড়াবিদেরই সাধারণত সফট ড্রিঙ্ক খাওয়ার কথা নয়। পেপসি বা কোকা-কোলা (Coca-Cola) কিংবা যে কোনও ধরনের নরম পানীয়ে যেসব উপাদান থাকে তা শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু ধোনির এসবে কিছু যায় আসত না, কারণ তাঁর এসব খাওয়ার অভ্যাস ছিল।   

 

জাফর বলেন, “ড্রিঙ্কস ব্রেকে পেপসি খেত ধোনি। ফিটনেসের বিচারে এসব খাওয়া উচিত নয়। ওসবের মধ্যে প্রচুর পরিমাণ শর্করা থাকে যা থেকে দূরে থাকেন ক্রীড়াবিদরা। কিন্তু ধোনি পেপসি বা কোক খেত নিয়মিত। ও ওরকমই। আন্তর্জাতিক স্তরে যেখানে অনেক চাপ রয়েছে সেখানে খেলছি বলেই নিজস্ব প্রক্রিয়া বদলাতে হবে এমন নয়। ধোনির এই ব্যাপারটাই ভালো লাগে আমার।”

নিজেকে কখনও বদলাননি ধোনি, বলছেন জাফর। তিনি বলেন, “ধোনি সবসময় বলত, যে জিনিসগুলো করে আসছ, যা তোমায় সাফল্য দিচ্ছে, শুধুমাত্র অন্য স্তরের ক্রিকেট খেলছ বলে তা আচমকা ছেড়ে দিও না।” জাফরের মতে, ধোনির এই মনোভাব তাঁর জন্য দারুণ কাজ করেছে। জাফর আরও বলেন, “সময়ের সঙ্গে উন্নতি করেছে ধোনি, কিন্তু কখনও বদলে যায়নি। এটাই খুব ভালো বিষয়, কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত একইরকম থেকে গিয়েছে।”

RELATED ARTICLES

Most Popular