Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকSandhya Devanathan:মেটার ভারতীয় শাখার প্রধান হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমবিএ সন্ধ্যা

Sandhya Devanathan:মেটার ভারতীয় শাখার প্রধান হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমবিএ সন্ধ্যা

Follow Us :

নয়াদিল্লি: ফেসবুকের মূল সংস্থা মেটার ভারতীয় শাখার প্রধান হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমবিএ সন্ধ্যা দেবনাথন (Sandhya Devanathan)। ব্যাঙ্কিং ও আর্থিক লেনদেন-এর প্রযুক্তি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক মাপের গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে তিনি ২২ বছর ধরে যুক্ত আছেন। ২০১৬ সালে তিনি মেটায় যোগ দেন আর তারপর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের পাশাপাশি সংস্থার ই-কমার্স শাখার বানিজ্যকে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 

সন্ধ্যা দেবনাথনের লিঙ্কডিন (Linkedin) প্রোফাইল অনুযায়ী ২০২০ সাল থেকে মেটার গেমিং শাখায় এশিয়া-প্যাসিফিক রিজিয়নের দায়িত্বে ছিলেন তিনি। মেটার গেমিং ব্যবসাকে আরও বেশি জনপ্রিয় করার জন্যও যথেষ্ট উদ্যোগ ছিল সন্ধ্যার। ফেসবুকের দায়িত্ব নেওয়ার আগে তিনি পিপার ফিনান্সিয়াল সার্ভিস-এর গ্লোবাল বোর্ডের দায়িত্বে ছিলেন প্রযুক্তি বিষয়ক নানা ক্ষেত্রে ওই বিশেষজ্ঞ।    
    
সপ্তাহ দুয়েক আগে চাকরি ছেড়েছিলেন ফেসবুকের ভারতীয় শাখার দায়িত্বে থাকা অজিত মোহন। আর তার কিছুদিনের মধ্যে বুধবার মেটা (Meta) থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন সংস্থার ভারতীয় শাখার আর এক শীর্ষস্থানীয় কর্তা রাজীব আগরওয়াল। সংস্থার জননীতি বিষয়ক বিভাগের প্রধান রাজীবের ওই পদত্যাগের বিষয়টি মেটার কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছেন। 

কিছুদিন আগেই মেটায় বিপুল সংখ্যায় কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন সংস্থার কর্তৃপক্ষ। সংস্থার মোট কর্মচারী সংখ্যার তিরিশ শতাংশ যা অঙ্কের বিচারে প্রায় এগারো হাজার। ওই বিপুল সংখ্যায় কর্মচারীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত ঘোষণার আগে খোদ মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ (Marc Zukerbarg) এক আবেগঘন বিবৃতিতে জানিয়ে দেন, সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে কখনও এত কঠিন সিদ্ধান্ত নিতে হয়নি তাঁদের। ঘটনাচক্রে তাঁর কিছুদিন আগে অজিত মোহনের পদত্যাগ নিঃসন্দেহে জল্পনা তৈরি করেছিল বানিজ্যিক মহলে। 

RELATED ARTICLES

Most Popular