Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNitish Kumar | Kejriwal | দিল্লির অর্ডিন্যান্সকে রাজ্যসভায় ‘সেমিফাইনালে’ হারাতে জোট বাঁধছে...

Nitish Kumar | Kejriwal | দিল্লির অর্ডিন্যান্সকে রাজ্যসভায় ‘সেমিফাইনালে’ হারাতে জোট বাঁধছে বিরোধী ঐক্য

Follow Us :

নয়াদিল্লি: কর্নাটকে কংগ্রেসের ‘বিজেপি দমনে’ অভূতপূর্ব সাফল্যের পর নড়াচড়া পড়ে গিয়েছে বিরোধী দলগুলির মধ্যে। তাই লোকসভা নির্বাচনের আগে দিল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের জবরদস্তি অর্ডিন্যান্সকে অসাংবিধানিক বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এই অর্ডিন্যান্সকে রাজ্যসভায় পর্যদস্ত করায় ডাক দিলেন তিনি। তাঁর মতে, সংসদের উচ্চকক্ষে এই বিলকে বিরোধীরা হারিয়ে দিতে পারলে লোকসভা ভোটের ফাইনালের আগে সেমিফাইনালে হার হবে বিজেপির। সকলে মিলে একসঙ্গে লড়াই করলে বিজেপির হার অনিবার্য।

রাহুল গান্ধী (Rahul Gandhi)-মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Chief Minister of West Bengal), নবীন পট্টনায়ক, শরদ পাওয়ারও উদ্ধব ঠাকরের পর এবার কেজরিওয়াল। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান দিতে রবিবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal Chief Minister of Delhi) সঙ্গে বৈঠক সারলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈঠকে দুজনেই বিজেপিকে প্রতিরোধ করার ব্যাপারে একমত হন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও।

আরও পড়ুন: Karnataka | Siddaramaihas | নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে 

দিল্লির প্রতি কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে বিরোধীদের একসঙ্গে লড়াইয়ের বার্তা দেন বিহারের মুখ্যমন্ত্রী।  নীতীশ কুমার কেন্দ্রের পদক্ষেপের নিন্দা করেছেন, প্রশ্ন করেছেন কিভাবে তারা একটি নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে কাজ করার অধিকার দিয়েছে, কীভাবে এটি কেড়ে নিতে পারেন? এটি আশ্চর্যজনক। এই বিষয় নিয়ে যতটা সম্ভব বিরোধী দলকে একত্রিত করব। আত্মবিশ্বাসের সুরে বলেন নীতীশ। কেন্দ্রের অন্যায়ের বিরুদ্ধে দেশব্যাপী প্রচার নামার কথাও বলেন জেডিইউ নেতা। তিনি বলেন, আইনের শাসন অবশ্যই অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা ভুল।

কেন্দ্রের পদক্ষেপে  তেজস্বী যাদব বলেন, গণতন্ত্রের জন্য বিপদ। তিনি বলেন,  তারা সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে। আমরা তা হতে দেব না। কেন্দ্র এই অর্ডিন্যান্সটিকে মান্যতা দিয়েছে। যা রাজধানীর দ্বৈত কর্তৃত্ব এবং নিরাপত্তাকে বিপন্ন করবে। কেন্দ্রের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিলেন তেজস্বী।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের সলতে পাকাতে কেজরির সঙ্গে বৈঠকে বসেন নীতীশ। সদ্য কর্নাট জয়ের পরই কংগ্রেস বাড়তি অক্সিজেন পেয়েছে। বিরোধী জোটে কংগ্রেসকে সামনে রেখে এগোতে চাইছে শক্তিশালী আঞ্চলিক দলগুলি। দাক্ষিণাত্যের রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার পরই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে তাদেরকে সমর্থন দিতে হবে। 

RELATED ARTICLES

Most Popular