HomeখেলাEmiliano Martinez: মার্তিনেসের জন্য বদলে যেতে পারে ফিফার নিয়ম

Emiliano Martinez: মার্তিনেসের জন্য বদলে যেতে পারে ফিফার নিয়ম

Follow Us :

লন্ডন: কাতার বিশ্বকাপ (Qatar World Cup) ফাইনালের স্মৃতি এখনও অটুট। তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস (Emiliano Martinez)। ফ্রান্সের (France) স্ট্রাইকারদের আটকাতে সবরকম পন্থা নিয়েছিলেন আর্জেন্টিনার (Argentina) গোলরক্ষক। টাইব্রেকারের সময় মার্তিনেসের বডি মুভমেন্ট এতো বেশি ছিল যে তা মনঃসংযোগে বিঘ্ন ঘটায় স্ট্রাইকারদের। আর এতে বিরক্তি প্রকাশ করে ফ্রান্সের ফুটবল সংস্থা। মার্তিনেসের (Emiliano Martinez) কর্মকান্ডের ফলে নড়েচড়ে বসে ফুটবলের নিয়ামক সংস্থা। 

পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকদের নড়াচড়ায় আরও বিধিনিষেধ আসতে পারে। বিদেশি সংবাদপত্রের দাবি, শীঘ্রই নতুন নিয়ম আসতে চলেছে। এই নিয়ম আরও কঠিন হতে চলেছে গোলরক্ষকদের জন্য। কারণ, সেই নিয়ম চালু হয়ে গেলে অবৈধ ভাবে স্ট্রাইকারকে বিরক্ত করা যাবে না। অযথা দেরি করাতে পারবেন না গোলরক্ষক। এই সংক্রান্ত নতুন নিয়মের খসড়া তৈরি করে মার্চ মাসে লন্ডনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার বৈঠকে তা পেশ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরে কী বললেন হার্দিক পান্ডিয়া? জানতে পড়ুন

উল্লেখ্য, টাইব্রেকারে মার্তিনেসের কর্মকাণ্ড নিয়ে বিশ্বকাপের পরে ফিফার কাছে অভিযোগ করে ফ্রান্স। তার পরেই চিন্তাভাবনা শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মার্তিনেসের কারণে এ বার বদলে যেতে পারে পেনাল্টির নিয়মই।

RELATED ARTICLES

Most Popular