Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাFarmers Block Road | আলুর দাম নেই, প্রতিবাদে রাজ্য জুড়ে অবরোধ আন্দোলনে...

Farmers Block Road | আলুর দাম নেই, প্রতিবাদে রাজ্য জুড়ে অবরোধ আন্দোলনে প্রাদেশিক কৃষক সভা

Follow Us :

কলকাতা: আলুর ন্যায্য দামের দাবিতে সিপিএমের (CPIM) কৃষক সংগঠন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা শনিবার জেলায় জেলায় অবরোধ আন্দোলনে নামল। হুগলি, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কৃষক সভার সমর্থকরা কোথাও রাজ্য সড়ক, আবার কোথাও জাতীয় সড়ক অবরোধ (Road Block) করেন। অনেক জায়গায় পুলিশের (pollice) সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়। অবরধের ফলে অনেক জায়গায় সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন।

এদিন ধূপগুড়িতে কৃষক সভা আলুর (Potato) বন্ডের দাবিতে রাস্তা অবরোধ করে।পরে পুলিশ গিয়ে সেই অবরোধ তুলে দেয়।হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কে বাহাদুরপুর মোড়ে রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ করেন বামফ্রন্ট সমর্থকরা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার বাহাদুরপুরথক্রাও রাস্তার  উপরে আলু ঢেলে প্রতিবাদ জানায় কৃষক সভা।পুলিশ অবরোধ উঠিয়ে দেয় কিছুক্ষণ পর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে জাতীয় সড়কের উপর আলু ফেলে অবরোধ চলে।অবরোধ হয় ছয় নম্বর জাতীয় সড়কেও। বীরভূমের নলহাটি থানার চামটিবাগান মোড়ে রানিগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়ক অবরোধ করেন বাম সমর্থকরা।  

কৃষক সভার নেতার দাবি করেন, জেলায় জেলায় আলুচাষিদের এই আন্দোলনে ব্যাপক সাড়া পড়েছে। কৃষক সভার নেতা অমল হালদার বলেন, উৎপাদিত আলুর ন্যায্য দাম (Potato Price) নেই। আলু বিক্রি করে উৎপাদন খরচটুকুও তুলতে পারছেন না চাষিরা (Farmers)। এই  অবস্থায়  ফড়ে এবং  দলীয় নেতাদের বাদ দিয়ে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনতে হবে।সরকারকে আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার টাকা দিতে হবে। পাশাপাশি আলুর বন্ডের কালোবাজারি বন্ধ করতে হবে। হিমঘরে আলু সংরক্ষণে চাষিদের অগ্রাধিকারের দাবিতে কৃষক সভা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিনের অবরোধ কর্মসূচি ছিল সেই আন্দোলনেরই অঙ্গ।  

আরও পড়ুন : Meta Layoffs | মেটায় ফের কর্মী ছাঁটাইয়ের আতঙ্ক 

কৃষক সভার বক্তব্য, একর প্রতি আলু চাষে একজন চাষির খরচ হয়েছে প্রায় ৬২ হাজার টাকা। এদিকে দাম (Potato Price) মিলছে ৪৮ হাজার টাকা। ফলে ১৪ হাজার টাকা একর প্রতি ক্ষতি হচ্ছে। বেশিরভাগ কৃষক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করেন, কেউ কেউ ব্যক্তিগত ঋণও নিয়ে থাকেন। ঋণে জর্জরিত আলুচাষিরা (Farmers) অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। চলতি বছরে উৎপাদিত আলুর দাম না পাওয়ায় আঞ্চলিক অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকে। এই অবস্থায় আলু চাষিদের স্বার্থরক্ষায় রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। 

RELATED ARTICLES

Most Popular