Placeholder canvas

Placeholder canvas
HomeদেশCBSE 2023 Result | সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, বাড়ল মেয়েদের পাশের...

CBSE 2023 Result | সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, বাড়ল মেয়েদের পাশের হার

Follow Us :

নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসই-এর (CBSE result) দ্বাদশ শ্রেণীর ফল। এদিন সকাল ১০টায় বোর্ডের তরফে আনুষ্ঠানিকবাবে ফল প্রকাশ করা হয়। গত বছরের তুলনায় এ বছর পাশের হার কমেছে বলে জানা গিয়েছে। এবছর পাশের হার ৮৭.৩৩ শতাংশ। গত বছরের তুলনায় ৫.৩৮ শতাংশ কম। পাশের হারের দিক থেকে প্রথম ত্রিবান্দ্রম ৯৯.৯ ১ শতাংশ। তারপর বেঙ্গালুরু ৯৮. ৬ ৪ শতাংশ এবং তৃতীয় চেন্নাই ৯৭. ৪০ শতাংশ। এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৬.০১ শতাংশ বেশি। এ বছর মেয়েদের পাশের হার ৯০.৬৮ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৮৪.৬৭ শতাংশ। এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত সিবিএসই-র পরীক্ষা হয়। 

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

RELATED ARTICLES

Most Popular