Placeholder canvas

Placeholder canvas
HomeCoromandel Express Accident | বালেশ্বর ট্রেন দুর্ঘটনার জের, সরানো হল দক্ষিণ-পূর্ব রেলের...
Array

Coromandel Express Accident | বালেশ্বর ট্রেন দুর্ঘটনার জের, সরানো হল দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে

Follow Us :

নয়াদিল্লি: ওড়িশার (Odisha) বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) পর প্রায় এক মাস কেটে গিয়েছে। সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। ঘটনার পরই প্রশ্ন ওঠে রেলের (Rail) সুরক্ষা নিয়ে। রেল মন্ত্রীর নির্দেশে সেই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। এবার সরিয়ে দেওয়া হল দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) জেনারেল ম্যানেজার (General Manager) অর্চনা যোশীকে।

ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বালেশ্বরের রেল দুর্ঘটনার পর পদ থেকে সরানো হল অর্চনা মিশ্রকে। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পদে দায়িত্ব নিচ্ছেন অনিল কুমার মিশ্র। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রেলের ক্যাবিনেটের অ্যাপয়ন্টমেন্ট কমিটি।  জানা গিয়েছে, অচর্না যোশীকে বদলি করা হয়েছে কর্নাটকের এলাহাঙ্কার রেলহুইল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পদে। 

আরও পড়ুন:Panchayat Election | একজন কর্মী নিয়ে ভোট প্রচারে বহুজন সমাজবাদী প্রার্থী বাবা ও ছেলে

ইতিমধ্যেই রেল মন্ত্রকের কাছে এই ট্রেন দুর্ঘটনা নিয়ে একটি রিপোর্ট জমা করেছে রেলওয়ে সেফটি কমিশনার। সেখানে ট্রেন দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখানো হয়েছে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিকেই। তবে সে ক্ষেত্রে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থায় কোনও গন্ডোগোল হয়েছিল কি না অথবা ম্যানুয়ালি কিছু পরিবর্তন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্তর্ঘাতের বিষয়টিও সন্দেহের তালিকা থেকে উড়িয়ে দিচ্ছেন না সিবিআই তদন্তকারীরা।

উল্লেখ্য, ২ জুন, ২০২৩। ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনে পর পর তিনটি ট্রেন লাইনচ্যুত হয়। করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির মাথায় উঠে যায়। পাশের লাইন দিয়ে পাস করা বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেসেরও একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। তিনটি ট্রেনের প্রায় ১৫টি বগি রেললাইনের ধারে ছিটকে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় কামরাগুলি। মোট ২৯৩ জন যাত্রীর প্রাণহানি হয় এই ভয়াবহ রেল দুর্ঘটনায়। ১২০০-র বেশি যাত্রী আহত হন। 

RELATED ARTICLES

Most Popular