Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাকলম্বো মাতালেন দুনিথ ওয়েল্লালাগে! কে এই ওয়েল্লালাগে?

কলম্বো মাতালেন দুনিথ ওয়েল্লালাগে! কে এই ওয়েল্লালাগে?

Follow Us :

কলম্বো: দুনিথ নেথমিকা ওয়েল্লালাগে। সংক্ষেপে দুনিথ ওয়েল্লালাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই ওয়েল্লালাগে? মঙ্গলবার কলম্বোতে ভারতীয় তারকা ব্যাটারদের কালঘাম ছোটালেন এই অনামি বাঁহাতি শ্রীলঙ্কান স্পিনার। এদিন বাইস গজে লাট্টুর মতো বল ঘোড়ালেন। যাঁর ধাঁধাঁ বের করতে ব্যর্থ শুভমান-রোহিত-বিরাট-রাহুল-হার্দিকরা। ভারতের বিরুদ্ধে তাঁর বোলিং ফিগার-১০-১-৪০-৫। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও কলম্বো মাতালেন। ৪৬ বলে ৪২ রানের একটি অতি মূল্যবান ইনিংস খেলেন। মারলেন ৩টি চার এবং একটি ছয়। শেষ পর্যন্ত উইকেটের একপ্রান্তে থেকে অপরাজিত থেকে গেলেন ওয়েল্লালাগে। 

২০০৩ সালের ৯ জানুয়ারি জন্ম দুনিথ ওয়েল্লালাগের। বয়স মাত্র ২০। তারকাখচিত ভারতের বিরুদ্ধে যা পারফরম্যান্স তা রীতিমত বিস্ময়কর! ২০২২ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই স্লো-লেফট আর্ম অর্থডক্স স্পিনারের। ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক। ১৩টি একদিনের ম্যাচে ১৮ উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে ফিগারটাই তাঁর কেরিয়ার সেরা। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলেছেন।

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন। সেখানেও দুরন্ত পারফরম্যান্স। প্রথম ম্যাচেই তুলে নেন ৫ উইকেট। ম্যাচের সেরাও হন তিনি। শুধু ভালো স্পিনারই নন। ব্যাট হাতেও প্রয়োজনে যে প্রতিরোধ গড়তে পারেন এর আভাস আগেই মিলেছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একটি শতরানও আছে। দুনিথ ওয়েল্লালাগেকে নিয়ে ইতিমধ্যেই আশা দেখতে শুরু করছেন  অনেকেই। আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কার তুরুপের তাস হতেই পারেন এই অনামি ওয়েল্লালাগে!

RELATED ARTICLES

Most Popular