Placeholder canvas

Placeholder canvas
Homeদেশসংসদ কর্মীদের ইউনিফর্মে পদ্ম কেন, প্রশ্ন বিরোধীদের

সংসদ কর্মীদের ইউনিফর্মে পদ্ম কেন, প্রশ্ন বিরোধীদের

Follow Us :

নয়াদিল্লি: ভারত নামের পর এবার সংসদ কর্মীদের ইউনিফর্ম নিয়ে বিতর্কে মেঘ ঘনাল বিশেষ অধিবেশনের আগেই। বিরোধী দলগুলি এ নিয়ে বিজেপিকে হাড়িকাঠে তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাতারাতি সংসদ কর্মীদের পোশাক বদলে ফেলেছে বলে অভিযোগ। বিজেপির ভোট প্রতীক পদ্ম ছাপা পোশাক তৈরি হয়েছে সংসদ কর্মীদের জন্য। কংগ্রেসের সংসদ সদস্য মনিকম টেগোর বলেন, কর্মীদের পোশাকে কেন বাঘের ছবি ছাপা হয়নি, বাঘ তো আমাদের জাতীয় পশু। কেন ময়ূরের ছবি ছাপা হয়নি, সে তো আমাদের জাতীয় পাখি। পদ্ম ফুলের ছবি দিয়ে পোশাক ছাপা নিয়ে বিজেপিকে তুলোধনা করেন কংগ্রেস নেতা।

তাঁর অভিযোগ, আসলে ওরা ওদের প্রতীক সংসদীয় কর্মীদের জামা-কাপড়ে ছাপিয়ে প্রচারের লক্ষ্য নিয়েছে। কত সস্তার রাজনীতিতে বিশ্বাস করে বিজেপি। ওরা জি ২০ সম্মেলনেও এমনটাই করেছিল, বলে অভিযোগ তুলে মনিকমের বক্তব্য, এবার পদ্মকে জাতীয় ফুল বলে অজুহাত দিয়ে যুক্তি খাড়া করতে চাইছে বিজেপি। এ ধরনের রাজনীতি ঠিক নয়। আশা করি, সংসদকে একতরফা, একদলীয় ব্যবস্থায় পরিণত করবে না গেরুয়া শিবির।
কংগ্রেস ছাড়াও শারদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও এই কাজের তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো বলেন, সংসদ কর্মীদের পদ্ম আঁকা পোশাক তৈরি করে বিজেপি গণতন্ত্রের মন্দিরকে রাজনৈতিক আখড়ায় পরিণত করতে চাইছে। সংসদকে দলের প্রচারের জন্য ব্যবহার করতে চাইছে। এই ভবন দেশের মানুষের, কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়, বলেন এনসিপি মুখপাত্র।

আরও পড়ুন: অভিষেক কি কাল থাকবেন ইন্ডিয়া জোটের বৈঠকে, নাকি ইডির হাজিরায়?

প্রসঙ্গত, সংসদের বিশেষ অধিবেশনের মাত্র ৫ দিন আগে কেন্দ্রীয় সরকার সংসদীয় কর্মীদের জন্য নয়া পোশাক তৈরি করিয়েছে। এখানেও ভারতীয়করণের ছোঁয়া রাখা হয়েছে বলে বিজেপি সূত্রের দাবি। আমলাদের জন্য গাঢ় গোলাপি রঙের নেহরু জ্যাকেট তৈরি করা হয়েছে। যা আগে ছিল গলাবন্ধ স্যুট। জামাও পুরোপুরি বদলে ফেলা হয়েছে। গাঢ় গোলাপি রঙের জামায় পদ্ম ফুল প্রিন্টেড করা রয়েছে। অন্য কর্মীদের জন্য খাকি রঙের প্যান্ট। এমনকী দুই সভার মার্শালদের মাথায় থাকবে মণিপুরি পাগড়ি। সংসদের নিরাপত্তা রক্ষীরা আগে সাফারি স্যুট পরতেন। এখন থেকে সেটা হয়ে যাচ্ছে জংলা পোশাক, যা সেনাবাহিনীর জওয়ানরা পরেন।

RELATED ARTICLES

Most Popular