Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাতদন্তে অসহযোগিতার অভিযোগ প্রসন্নের বিরুদ্ধে, ৭ দিনের সিবিআই হেফাজত

তদন্তে অসহযোগিতার অভিযোগ প্রসন্নের বিরুদ্ধে, ৭ দিনের সিবিআই হেফাজত

Follow Us :

কলকাতা:  তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের বিরুদ্ধে। সোমবার আদালতে তোলা হলে প্রসন্নকে ফের সাতদিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, প্রসন্ন তদন্তে মোটেই সহযোগিতা করছেন না। সিবিআইয়ের অভিযোগ, শিক্ষা দুর্নীতিতে প্রসন্ন বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তার জন্য হেফাজতে রেখে তাঁকে আরও জেরার প্রয়োজন রয়েছে। 

এসএসসির নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এরপর দু’দিনের হেফাজতে নেওয়া হয় তাঁকে। সোমবার তাঁকে আদালতে তোলা হলে ফের হেফাজতের নির্দেশ দেয় আদালত।  

এসএসসি দুর্নীতির কাণ্ডে জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার রাতে নিউটাউন থেকেই এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রদীপ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে  সিবিআই। ওই ব্যক্তিকে জেরা করতেই উঠে আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের কথা। 

পেশায় ব্যবসায়ী প্রসন্নের আইডিয়াল কার রেন্টাল সার্ভিসেস নামে একটি সংস্থা রয়েছে। ধৃত প্রদীপ সিং এই ব্যক্তির অফিসেই কাজ করতেন। সিবিআইয়ের দাবি, ওই অফিসেই বেআইনি চাকরি দেওয়ার ব্যপারে কাজকর্ম চলত।

RELATED ARTICLES

Most Popular