Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAnubrata Mondal: দোলের দিনই অনুব্রতকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি

Anubrata Mondal: দোলের দিনই অনুব্রতকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি

Follow Us :

কলকাতা: আটকানো গেল না বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা। অবশেষে তদন্তের জন্য তাঁর দিল্লি যাত্রা নিশ্চিত হল। মঙ্গলবার হোলিতে (Holi) রঙ খেলায় মাতবে সারা রাজ্য। সেদিনই বাংলা থেকে অনুব্রত মণ্ডলকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে দিল্লিতে (Delhi)। সোমবারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এই দিল্লি (Delhi) সফরের। 

ইডি ও আসানসোল জেল সূত্রে জানা গিয়েছে, একেবারে দিনের শুরুতে অর্থাৎ সকালেই আসানসোল জেল (Asansol Jail) থেকে বের করা হবে অনুব্রতকে। রাজ্য পুলিশের নিরাপত্তায় অনুব্রতকে নিয়ে কলকাতা রওনা হবে আসানসোল পুলিশ। সকাল ১১টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে হবে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা (Health Checkup)। তারপর রাজ্য পুলিশের দায়িত্ব শেষ। ইডির হাতে তুলে দেওয়া হবে অনুব্রত মণ্ডলকে এমনই খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Calcutta High Court: আদালতের তোপের মুখে আয়কর অফিসার, জরিমানার নির্দেশ

অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে ইডি, আসানসোল পুলিশ কার ভূমিকা কী হবে তা স্পষ্ট হয়ে গিয়েছে। কলকাতা নিয়ে যাবে আসানসোল পুলিশ। হাসপাতালে ফিট সার্টিফিকেট পাওয়ার পর তুলে দেওয়া হবে ইডির হাতে। দিল্লি নিয়ে যাবে ইডি। অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য তদন্তের স্বার্থে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি। অনুব্রতকে গ্রেফতারের পর শুরু থেকেই সেই চেষ্টা করছে ইডি। অবশেষে তার অনুমতি মিলেছে। বাকি প্রক্রিয়াও সম্পূর্ণ। 

গরুপাচার মামলায় সিবিআই (CBI) গ্রেফতার করে অনুব্রতকে। গরুপাচারের টাকা কার কাছে গিয়েছে তার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূল মাথাকে সেটাই এখন তদন্তের অন্যতম মূল বিষয়। আগেই গ্রেফতার করা হয় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে (Sehgal Hossain)। সায়গলের প্রচুর নামে বেনামে সম্পত্তির হদিশ মেলে। পরে গ্রেফতার করা হয় অনুব্রতকে। 
তবে তৃণমূলের অবশ্য অভিযোগ, সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Vote) রয়েছে। অনুব্রত মণ্ডল বীরভূমে তৃণমূলের মুখ। তাঁকে যেনতেন প্রকারে জেলে আটকে রাখতে চায় বিজেপি। সেজন্য কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) অপব্যবহার করা হচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular