Placeholder canvas

Placeholder canvas
HomeদেশTeam Nirmala Sitharaman 2023: টিম নির্মলায় কারা আছেন জানেন, অর্থনীতিতে কতটা বিদ্বান?

Team Nirmala Sitharaman 2023: টিম নির্মলায় কারা আছেন জানেন, অর্থনীতিতে কতটা বিদ্বান?

Follow Us :

নয়াদিল্লি: ২০২৪ সালে লোকসভা ভোট (Lok Sabha Vote 2024)। তাই সে বছর কাজ চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্ট (Vote on Account) পেশ করবে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi)। সেই হিসেবে এবছরেই এনডিএ সরকারের (NDA Govt) শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023) পেশ হতে চলেছে আগামী বুধবার। তার আগে এই প্রকাণ্ড কর্মযজ্ঞ রূপায়ণে নিরলস কাজ করে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ও তাঁর টিম। এই টিম নির্মলায় কে কে আছেন জানেন? আসুন দেখে নেওয়া যাক।

নির্মলা সীতারমন

দেশের পূর্ণ মহিলা অর্থমন্ত্রী হিসেবে ২০১৯ সালে তিনি যখন দায়িত্বভার নেন, তখন ভারতের অর্থনীতি ডুবন্ত। কোভিডের কারণে পরবর্তী ২ বছর আরও ভরাডুবি হল অর্থনীতির। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রেও খাদ্য ও সুষম সরবরাহ ব্যবস্থা ধাক্কা খেল। কিন্তু, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী সীতারমন সেই অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: Budget Expectations and Key Announcement: বাজেটে শিক্ষা, পর্যটনে ব্যয়বৃদ্ধির আশায় বুক বেঁধেছেন অনেকেই

টি ভি সোমনাথন

পদে অর্থসচিব। পাঁচজন সচিবের মধ্যে তিনিই সিনিয়র মোস্ট। এছাড়াও তিনি ব্যয়বরাদ্দ দফতরের প্রধান। সরকারে অত্যন্ত প্রভাবশালী এই আমলা অর্থনীতিতে পিএইচডি। তামিলনাড়ু ক্যাডারের ১৯৮৭ ব্যাচের অফিসার সোমনাথন। ২০১৫-র এপ্রিল থেকে ২০১৭ সালের অগাস্ট পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দফতরে কাজ করেছেন। লোকে বলে তিনি মোদির খুব কাছের লোক সোমনাথন। অর্থনীতির পণ্ডিত হিসেবে তাঁর যথেষ্ট সুখ্যাতি রয়েছে। বিগত কয়েক বছর ধরে তিনি বাজেট বহির্ভূত ঋণভার কমানোর উপর জোর দিয়েছেন।

অজয় শেঠ

১৯৮৭ সালের কর্নাটক ক্যাডারের অফিসার। আদতে প্রচার আলোর বাইরে থাকতে পছন্দ করেন। এর আগে বেঙ্গালুরু মেট্রোর এমডি পদে ছিলেন। ২০২১ সালে তাঁকে অর্থনীতি বিষয়ক সচিব পদে নিয়ে আসা হয়। ভারতের জি ২০ সভাপতিত্বের অর্থনীতি বিষয়ক সচিব পদেও তিনি রয়েছেন। বাজেটের ক্ষেত্রে তিনিই সীতারমনের বাজেট ভাষণ তৈরির অন্যতম কারিগর বলে অনুমান।

তুহিনকান্ত পান্ডে

ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের মাথা পান্ডে হলেন এয়ার ইন্ডিয়া ও নীলাঞ্চল ইস্পাত নিগমকে বেসরকারিকরণের অন্যতম রূপকার। জীবনবিমা নিগমের আংশিক বেসরকারি বিনিয়োগও তাঁর হাতেই হয়েছে। আগামী আর্থিক বছরেও বেশ কয়েকটি দুর্বল রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেচে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর মাথায়। পঞ্জাব ক্যাডারের ১৯৮৭ ব্যাচের অফিসার তিনি।

সঞ্জয় মালহোত্রা

রাজস্থান ক্যাডারের ১৯৯০ সালের ব্যাচ। সেই হিসেবে অর্থমন্ত্রকে তিনিই হলেন সর্বকনিষ্ঠ সচিব পর্যায়ের অফিসার। বাজেট ভাষণের দ্বিতীয় ভাগ তৈরিতে তিনি সাহায্য করবেন সীতারমনকে।

বিবেক জোশি

১৯৮৯ ব্যাচের হরিয়ানা ক্যাডারের অফিসার। জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতিতে ডক্টরেট। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি জেনারেল ইন্সিওরেন্স কোম্পানিকে বেসরকারিকরণ করাই তাঁর প্রাথমিক লক্ষ্য। যদি রাজনৈতিক নেতৃত্ব তাঁকে এগিয়ে যাওয়ার সঙ্কেত দেয় তাহলে তিনি সেই পথেই হাঁটবেন।

ভি অনন্ত নাগেশ্বরন

সীতারমনের অত্যন্ত বিশ্বস্ত অফিসার বলে নর্থ ব্লকে পরিচিত। নির্মলার বাজেট ভাষণের মূল ইনপুট তিনিই বলে আশা করা হচ্ছে। আর্থিক সমীক্ষার মুখ্য বিষয়গুলিও তিনি তৈরি করতে চলেছেন। আমেদাবাদের আইআইএম থেকে এমবিএ করেছেন। আইজেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ডক্টরেট করেছেন নাগেশ্বরন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Turning Point | ছাত্র-ছাত্রীদের হতাশা কমাতে নয়া উদ্যোগ, বাজারে এল 'টার্নিং পয়েন্ট' অ্যাপ
02:11
Video thumbnail
Arjun Singh | 'সন্দেশখালিকাণ্ডে পার্থ ভৌমিকের যোগ রয়েছে', এক্স হ্যান্ডলে অভিযোগ অর্জুন সিংয়ের
02:27
Video thumbnail
Sandeshkhali | কে এই আবু তালেব? কীভাবে উত্থান?
03:00
Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:58
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে?
01:05:38
Video thumbnail
Loksabha Election 2024 | দ্বিতীয় দফায় ৩ কেন্দ্র থেকে গড়ে ৫ শতাংশ ভোট কম পড়েছে
01:59
Video thumbnail
Subhas Sarkar | সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে FIR, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ
03:26
Video thumbnail
Hasnabad | হাসনাবাদ থেকে বেরিয়ে গেল ফরেনসিক দল, রিপোর্ট এলে জানা যাবে বিস্ফোরণের কারণ
02:49
Video thumbnail
Purulia | বিয়ে বাড়ি যাওয়ার পথে উল্টে গেল পিক আপ ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু ২ আহত প্রায় ৩০
03:12
Video thumbnail
Abhishek Banerjee | প্রথম দফায় মাথা, দ্বিতীয়তে ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভাঙব: অভিষেক
06:27