Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNirmala Sitharaman on ED: ইডি স্বাধীনভাবে কাজ করে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়...

Nirmala Sitharaman on ED: ইডি স্বাধীনভাবে কাজ করে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয় না, দাবি দেশের অর্থমন্ত্রী নির্মলার

Follow Us :

ইডি সম্পূর্ণ স্বাধীন। ওরা যা করে থাকে, তা স্বাধীনভাবেই করে থাকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কোনওভাবেই রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হয় না। এই দাবি করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মার্কিন মুলুকের ওয়াশিংটন ডিসিতে সাংবাদিক সম্মেলনে বলেন, ইডি একটি স্বাধীন সংস্থা, যারা অপরাধ দমনেই কাজ করে। তিনি স্পষ্ট করে বলেন, ওরা যা করতে চায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন তারা। 

তাঁর কাছে জানতে চাওয়া হয় কেন্দ্রীয় এই সংস্থাকে কি বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়? এর জবাবে দেশের অর্থমন্ত্রী জানিয়ে দেন, ইডি যদি কোথাও তদন্তে যায়, তাহলে তাদের হাতে প্রাথমিক প্রমাণ থাকলে তবেই যায়। 

আরও পড়ুন: Global Hunger Index 2022: বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুলভাল তথ্য, জবাব নয়াদিল্লির

অন্যদিকে, ওই সাংবাদিক সম্মেলনেই টাকার রেকর্ড পতনের পরও দেশের অর্থমন্ত্রী সাফাই দিয়ে বলেন, টাকার দাম কমেনি। টাকার পতনের ব্যাখ্যা দিতে তিনি বলেন, আসলে আন্তর্জাতিক বাজারে ডলার ঊর্ধ্বগামী হচ্ছে। টাকার অবনমন ঘটেনি। শনিবারই রেকর্ড পতন ঘটে টাকার। ডলারপ্রতি টাকার মূল্য ছিল ৮২.৬৯। তারপরেই এই পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে নির্মলা এদিন বলেন, বাজারে অন্যান্য মুদ্রার চেয়ে টাকার দাম ভালোই আছে। 

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের অর্থমন্ত্রী। সেখানে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি দেখেছি, টাকার দাম পড়ে গিয়েছে এটা ঠিক কথা নয়। মার্কিন ডলার বাজারে আরও শক্তিশালী হয়ে ওঠায় আপাতভাবে এটা মনে হচ্ছে। তবে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এটার দিকে লক্ষ্য রাখছে বলে জানান তিনি। যদিও আরবিআই বাজারে ভারতীয় মুদ্রার দাম নির্দিষ্ট করার কাজে নাক গলাবে না বলেও মন্তব্য করেন নির্মলা।

বিশেষজ্ঞদের মতে, চলতি মূল্যহ্রাসের পিছনে ভূরাজনৈতিক উত্তেজনা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হানাদারির পর থেকেই আন্তর্জাতিক বাজারে এক অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের ফলে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছে। উন্নত দেশগুলিও এর বাইরে নেই। সেখানেও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মাঝখানে দাঁড়িয়ে আমেরিকার পুঁজিপতিরা সব কিছুর অত্যধিক দাম বাড়িয়ে দিয়েছে। ফলে পুঁজির একটা স্রোত মার্কিনমুখী হওয়ায় ডলারের দাম অনেক বেড়ে গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular