Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলএনআরএসে রাজ্যের দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন কেন্দ্র

এনআরএসে রাজ্যের দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন কেন্দ্র

Follow Us :

কলকাতা: পিজির (SSKM) পর এ’বার এনআরএস (NRS)। এই নিয়ে রাজ্যে দ্বিতীয় হাসপাতাল। ১৩ জুলাই মঙ্গলবার থেকে এনআরএসে শুরু হতে চলেছে কিডনি প্রতিস্থাপন (Kidney transplant)। এই চিকিৎসা পদ্ধতি চালু করতে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে হাসপাতালের নেফ্রোলজি বিভাগ। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের সেন্ট্রাল ওটি কমপ্লেক্সের দোতলায় হবে এই প্রতিস্থাপন প্রক্রিয়া।

আরও পড়ুন: হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, মৃত কমপক্ষে ৫২

প্রথমদিনে কিডনি প্রতিস্থাপন হতে চলেছে সুজিত মণ্ডল নামে বছর ২৭ সাতাশের এক যুবকের। দাতা তাঁরই বাবা অনাদি মণ্ডল। নদীয়ার বাসিন্দা এই বাবা ছেলের কিডনির গ্রুপও ম্যাচ করেছে। প্রতিস্থাপনের জন্য দু’জনকে প্রস্তুত করার চূড়ান্ত পর্ব চলছে। এনআরএস সূত্রে খবর, প্রথম দিনের এই প্রতিস্থাপনে এনআরএস-এর চিকিৎসকদের টিমের সঙ্গে থাকতে পারেন পিজি হাসপাতালের ট্রান্সপ্লান্ট টিমও।

আরও পড়ুন: ভ্যাকসিনের আকালে বন্ধ টিকাকরণ কেন্দ্র

এনআরএস সূত্রের খবর, কিডনি প্রতিস্থাপনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সেন্ট্রাল ওটি কমপ্লেক্সের দোতলায় গড়ে তোলা হয়েছে ‘টুইন ওটি’। একটিতে দাতার শরীর থেকে কিডনি বের করে আনা বা ‘রিট্রিভ্যাল’ -এর কাজ চলবে। অন্য ওটিতে হবে গ্রহীতার শরীরে সেই কিডনি প্রতিস্থাপনের কাজ। প্রতিস্থাপনের ধকল সহ্য করানোর জন্য থাকছে দুই শয্যার ‘রিকভারি রুম’। এই ধরনের রোগীদের রাখার জন্য তৈরি করা হয়েছে একটি তিন শয্যার আইসিইউ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে প্রথম, টিকাকরণে দৃষ্টান্ত গড়ল এই অখ্যাত গ্রাম

২৪ ঘণ্টার ডায়ালিসিস পরিষেবা, আউটডোর, ডিএম নেফ্রোলজির পাঠ্যক্রম চালু হয়েছিল আগেই। এর পরের ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল কিডনি প্রতিস্থাপন চালু করা। প্রথমদিকের সব ক’টি ধাপই নির্বিঘ্নে চালু করতে পেরেছে এনআরএস। এ বার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রতিস্থাপন পর্ব। এটা সঠিকভাবে সম্পন্ন করাই এখন বড় চ্যালেঞ্জ এনআরএস-এর কাছে। হাসপাতাল সূত্রে খবর, এই প্রতিস্থাপন প্রক্রিয়া চালু হওয়ার কথা ছিল এক থেকে দেড় বছর আগেই। কিন্তু করোনার জন্য গোটা পর্বটাই পিছিয়ে যায়।

RELATED ARTICLES

Most Popular