Placeholder canvas

Placeholder canvas
HomeদেশCovid 19 India: ভিড়ের মধ্যে মাস্ক পরুন, ফের স্বাস্থ্য নির্দেশিকা কেন্দ্রের

Covid 19 India: ভিড়ের মধ্যে মাস্ক পরুন, ফের স্বাস্থ্য নির্দেশিকা কেন্দ্রের

Follow Us :

নয়াদিল্লি: চীনসহ (China) বিশ্বে দ্রুতগতিতে কোভিড (Covid 19) বাড়তে থাকায় মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের ডাকা জরুরি বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হল। তার মধ্যে প্রথম ও প্রধান নির্দেশিকায় বলা হয়েছে, জনবহুল এলাকায় পুনরায় মাস্ক পরে থাকতে। প্রতি সপ্তাহে এখন থেকে রাজ্য ও কেন্দ্র দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করবে। 

চীন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আমেরিকায় উত্তরোত্তর করোনার প্রকোপ বৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্র এদিন একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বৈঠকের শেষে টুইট করে বলেন, কোভিড এখনও শেষ হয়ে যায়নি। আমি সকলকে সতর্ক ও কড়া নজর রাখতে বলেছি। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় আমরা তৈরি।

আরও পড়ুন: Mamata Banerjee Live: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নীতি আয়োগের সদস্য, গত কোভিডযুদ্ধের সেনাপতি ভি কে পাল বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনিও মানুষকে মাস্ক পরতে পরামর্শ দিয়েছেন। আন্তর্জাতিক বিমান যাতায়াতের ক্ষেত্রে নির্দেশিকার কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

এদিকে, দলের নেতা রাহুল গান্ধীকে লেখা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর চিঠিকে কেন্দ্র করে এদিনও প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। কোভিডের কারণ দেখিয়ে মাণ্ডব্য রাহুলকে ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। পদযাত্রীদের মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং সম্পূর্ণ টিকাকরণ করা সমর্থকদেরই যাত্রায় অংশ নিতে পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে।

এর জবাবে বুধবার কংগ্রেস নেতা পবন খেরা বলেন, বিজেপি ভারত জোড়ো যাত্রা নিয়ে এত উদ্বিগ্ন কেন? আপনি যে কোনও বিমানবন্দরে গেলেই কোভিডবিধি মান্য করার চিত্রটা দেখতে পাবেন। কেউ মাস্ক পরছে না। কেন ভারত সরকার এখনও পরিবহণ ক্ষেত্রে কঠোর কোভিডবিধি চালু করছে না, প্রশ্ন তোলেন খেরা। 

তিনি আরও বলেন, সংসদ বসল। বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক হল না। তাহলে কেবল রাহুল গান্ধীকে টার্গেট করার কারণ কী? খেরা দাবি, সরকার আবার কোভিডবিধি ঘোষণা করুক, তখন আমরাও বিধি মেনে চলব।

RELATED ARTICLES

Most Popular