Monday, July 8, 2024

HomeদেশStrip-searched Guwahati airport: নিরাপত্তার নামে বিমানবন্দরে অশীতিপর বৃদ্ধাকে 'নগ্ন' করে তল্লাশি, সাসপেন্ড...

Strip-searched Guwahati airport: নিরাপত্তার নামে বিমানবন্দরে অশীতিপর বৃদ্ধাকে ‘নগ্ন’ করে তল্লাশি, সাসপেন্ড সিআইএসএফ কনস্টেবল

Follow Us :

গুয়াহাটি: বয়স আশি ঊর্ধ্ব। তার উপর আবার সদ্য হিপ ইমপ্লান্ট (hip implant) করিয়েছেন। যে কারণে দু-পায়ে ভর দিয়ে দাঁড়ানোর অবস্থা ছিল না। হুইলচেয়ারে চেপেই বিমানবন্দরে এসেছিলেন। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে তা জানিয়েও ছিলেন ওই বৃদ্ধার সফরসঙ্গী নাতনি। তবে, কর্তব্যরত সিআইএসএফ (CISF) কনস্টেবলের সন্দেহ তাতে দূর হয়নি। সত্যিই হিপ ইমপ্লান্ট হয়েছে কি না, নিশ্চিত হতে অশীতিপর ওই বৃদ্ধাকে জোর করে নগ্ন করানোর (Strip-searched Guwahati airport) অভিযোগ ওঠে। বৃদ্ধার নাতনি বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্তৃপক্ষের নজরে আনলে, অভিযুক্ত কনস্টেবলকে (CISF constable) সাসপেন্ড করা হয়।

গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনার প্রেক্ষিতে টুইট করে বিবৃতি দেয় সিআইএসএফ। যাত্রীদের নিরাপত্তার সঙ্গে তাঁদের মর্যাদার দিকটিও যে মাথায় রাখা উচিত ছিল, তা স্বীকার করে কেন্দ্রীয় এই আধিসামরিক বাহিনী। গুয়াহাটি বিমানবন্দরের ‘দুর্ভাগ্যজনক ঘটনা’র তদন্ত শুরু হয়েছে বলেও অফিশিয়াল টুইটে জানানো হয়। গুয়াহাটির ওই মহিলা কনস্টেবলকে সাসপেন্ড করার কথাও সেখানে বলা হয়েছে।

অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)-ও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। বিষয়টি তিনি দেখছেন বলে কেন্দ্রীয় মন্ত্রীর টুইট বার্তায় দাবি করা হয়েছে।

অশীতিপর ওই বৃদ্ধার মেয়ে ডলি কিকন গত বৃহস্পতিবারের ওই ঘটনার উল্লেখ করে টুইটারেই অভিযোগ করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা-সহ বেশ কয়েক জনকে তিনি ট্যাগ করেন। ট্যাগ করা হয় সিআইএসএফের সদর দফতরের অফিশিয়াল পেজেও। ডলি লেখেন, গুয়াহাটি বিমানবন্দরে আমার আশি বছর বয়সি, শারীরিক ভাবে অক্ষম মাকে সিআইএসএফ তল্লাশির সময় নগ্ন করা হয়েছে। হিপ প্রতিস্থাপন যে হয়েছে, তার ‘প্রমাণ’ চেয়েছিলেন কর্তব্যরত সিআইএসএফ কর্মী। তার জন্য জোরজবরদস্তি বৃদ্ধা মাকে নগ্ন করে হেনস্তা করা হয়েছে। বর্ষীয়ানদের সঙ্গে এমন আচরণই কি আমরা করে থাকি, হিমন্তবিশ্ব শর্মাকে উল্লেখ করে, খেদ প্রকাশও করেছেন ওই বৃদ্ধার মেয়ে।

আর একটি টুইটে এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তিনি লিখেছেন, আমার ৮০ বছর বয়সি প্রতিবন্ধী মাকে অন্তর্বাস খুলিয়ে নগ্ন করা হয়েছে। কেন? কেন? মহিলার আরও অভিযোগ, ঘটনার পর অভিযোগ দায়ের করতে হলে, সিআইএসএফ অভিযোগ নিতে অস্বীকার করে।

সিআইএসএফ ঘটনার কথা অস্বীকার করেনি। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রাথমিক সাফাই ছিল, বিমানবন্দরে তল্লাশির সময় মেটাল ডিটেক্টরে আওয়াজ হয়। ফলে, শরীরে ‘ধাতু’ কোথায় রয়েছে, তা দেখতেই ওই বৃদ্ধার অন্তর্বাস খোলানো হয়েছিল। তার পরেও অভিযোগের প্রেক্ষিতে সিআইএসএফ তদন্ত করছে। কর্তব্যরত মহিলা কনস্টেবলের আচরণ ‘সম্মানহানিকর’ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।

গত বছর নভেম্বরে সিআইএসএফের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছিলেন নৃত্যশিল্পী-অভিনেত্রী সুধা চন্দ্রনও। মুম্বই বিমানবন্দরে তল্লাশির নামে জোর করে তাঁর কৃত্রিম পা খুলতে বাধ্য করা হয়েছিল বলে সোশাল পোস্টে অভিযোগ করেছিলেন সুধা। ওই ঘটনায় সিআইএসএফ পরে দুঃখপ্রকাশও করেছিল।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
00:00
Video thumbnail
Yogi Adityanath | Rahul Gandhi | যোগীকে চিঠি রাহুলের, কী নিয়ে? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
00:00
Video thumbnail
BJP | মোদি না RSS, কে বাছবেন বিজেপি সভাপতি?
00:00
Video thumbnail
Supreme Court | বাজেয়াপ্ত হবে নির্বাচনী বন্ডের টাকা? সুপ্রিম কোর্টে PIL
00:00
Video thumbnail
Bagda Assembly Bypoll 2024 | দুয়ারে উপনির্বাচন, বাগদায় কি চাপে বিজেপি?
00:00
Video thumbnail
Eknath Shinde | NDA | মহারাষ্ট্রতে NDA-তে গোলমাল টিকবে তো সরকার? কী বলছেন সিএম শিন্ডে? দেখুন
00:00
Video thumbnail
Eknath Shinde | কেন ভরাডুবি মহারাষ্ট্রে? শিন্ডের জবাবে চোখ কপালে এনডিএ-র
00:00
Video thumbnail
C. V. Ananda Bose | রাজ্যপালের চিঠির জের, পুলিশের দুই কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নবান্নে নির্দেশ
00:00
Video thumbnail
TMC | BJP | বিজেপি ছেড়ে তৃণমূলে! জেলার বড় নেতা, দেখে নিন কী হল
00:00