Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRamban Tunnel: রামবনে সুড়ঙ্গ ধস, আরও ৯ শ্রমিকের দেহ উদ্ধার

Ramban Tunnel: রামবনে সুড়ঙ্গ ধস, আরও ৯ শ্রমিকের দেহ উদ্ধার

Follow Us :

শ্রীনগর: জম্মুর সুড়ঙ্গ দুর্ঘটনায় আটকদের কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না৷ শনিবার রামবনের এসএসপি মোহিতা শর্মা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৯টি দেহ উদ্ধার হয়েছে৷ তাদের মধ্যে পাঁচজন বাংলার বাসিন্দা৷ দু’জন নেপাল, একজন অসম এবং বাকি দু’জন স্থানীয় বাসিন্দা৷ সুড়ঙ্গে আর কেউ আটকে আছেন কি না তা খোঁজা হচ্ছে৷

সব মিলিয়ে রামবনের সুড়ঙ্গ ধসে মোট ১০ জনের মৃত্যু হয়েছে৷ নিহতরা সকলেই শ্রমিক৷ শুক্রবার ওই সুড়ঙ্গ থেকে উদ্ধার হয় এক শ্রমিকের দেহ৷ নিহতের নাম সুধীর রায়৷ বাড়ি পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে৷ সুধীরের মতো আটকে পড়েন বাংলার আরও চার শ্রমিক৷ তাঁরাও ধূপগুড়ির বাসিন্দা৷ রামবন পুলিস প্রত্যেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ পরিবারকেও মৃত্যুর খবর জানানো হয়েছে৷ রামবনের ডিসি মুসারাত ইসলাম জানিয়েছেন, তল্লাশি অভিযান শেষ৷ মৃতদেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে৷ নির্মাণ সংস্থার কাজে কোনও গাফিলতি ছিল কি না জানতে পুলিস তদন্তের নির্দেশ দিয়েছে৷

বৃহস্পতিবার রাতে জম্মুর রামবন জেলার খনি নাল্লা এলাকায় একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস থামে৷ নির্মীয়মাণ চার লেনের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে বহুদিন ধরেই। দুর্ঘটনাটি ঘটেছে রামবন জেলা খুনিনালা এলাকায়। শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, সুড়ঙ্গে আটকে পড়া ব্যক্তিদের জীবিত থাকার সম্ভাবনা কম। চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ তাড়াতাড়ি সরানো সম্ভব নয়। উদ্ধারকার্যে সেনা নামানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular