Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsইতিহাসের অপেক্ষা, আজ গন্তব্যে পৌঁছবে আদিত্য এল ১

ইতিহাসের অপেক্ষা, আজ গন্তব্যে পৌঁছবে আদিত্য এল ১

Follow Us :

কলকাতা: ভারতের মহাকাশ গবেষণায় আজ আরও এক ঐতিহাসিক দিন। সূর্যকে কাছ থেকে পরখ করতে আজ চূড়ান্ত অবস্থানে পৌঁছবে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১ (Aditya-L1)। চার মাস আগে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পাড়ি দিয়েছিল আদিত্য। আজ বিকেল চারটে নাগাদ সূর্যের কক্ষপথে বসতে চলেছে সে। আদিত্য এল ১ যে অবস্থানে বসবে তাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১ (Lagrange Point 1)। এই জায়গা থেকে নিরন্তর সূর্যের উপর নজর রাখা যাবে, গ্রহণ কখনওই অন্তরায় হয়ে দাঁড়াবে না।

আদিত্যের ওজন ১৫০০ কেজি, তাকে নির্মাণ করতে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যকে প্রদক্ষিণ করবে সে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) এক অধিকর্তা বিবৃতিতে বলেছেন, “চূড়ান্ত অবস্থানে যাওয়ার ম্যানুভার আদিত্য এল ১-কে এল ১ পয়েন্টের হ্যালো অরবিটে বসিয়ে দেবে শনিবার বিকেল চারটের দিকে। আমরা যদি এই ম্যানুভার না করি তবে সে হয়তো সূর্যের দিকে এগোতেই থাকবে।”

আরও পড়ুন: শীতের জন্য রাজস্থানে প্রাথমিক স্তরের ক্লাস বন্ধ রাখা হল

 

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) বলেছেন, “সূর্যের প্রতি সারাক্ষণ দৃষ্টি রাখবে আদিত্য এল ১। তাই সূর্যের তড়িত-চৌম্বক প্রভাব সম্পর্কে হুঁশিয়ারি দিতে পারবে যা আমাদের কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য বৈদ্যুতিক ও যোগাযোগের মাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে পারে।” সোমনাথ এও জানিয়েছেন, ৫০টি কর্মক্ষম কৃত্রিম উপগ্রহ সহ মহাকাশে ভারতের ৫০,০০০ কোটি টাকার সম্পত্তি আছে। সূর্যের রোষ থেকে তাদের নিরাপদে রাখা প্রয়োজন।

গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে সফল অবতরণ করেছিল চন্দ্রযান ৩ (Chandrayaaan 3)। সেই দিনটি ভারতের ইতিহাসে চিরস্থায়ী হয়ে গিয়েছে। আজ, ৬ জানুয়ারি সেরকমই একটি দিন। এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা, আদিত্য এল ১-এর চূড়ান্ত অবস্থানে পৌঁছনোর সফল ম্যানুভারের।

RELATED ARTICLES

Most Popular