Placeholder canvas

Placeholder canvas
Homeদেশজম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত কমপক্ষে ২০ অমরনাথ যাত্রী

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত কমপক্ষে ২০ অমরনাথ যাত্রী

Follow Us :

শ্রীনগর: সড়ক দুর্ঘটনায় আহত কমপক্ষে ২০ জন অমরনাথ যাত্রী। দক্ষিণ কাশ্মীরের কুলগামের বদ্রাগুন্ড এলাকায় বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, জাতীয় সড়কের বদ্রাগুন্ড ক্রসিংয়ে অমরনাথ যাত্রীদের বহনকারী ওই বাসে একটি টিপার ডাম্পার ধাক্কা দেয়। ঘটনায় বাসের মধ্যে থাকা ২০ জন তীর্থযাত্রী আহত হন। যাঁদের মধ্যে ১৮ জনের আঘাত সামান্য হলেও দুজন গুরুতর আঘাত পান। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। একটি মামলাও দায়ের করা হয়েছে।

করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর এবছর অমরনাথ যাত্রার অনুমতি দেয় প্রশাসন৷ ৩০ জুন থেকে শুরু হয় ৪৩ দিনের অমরনাথ যাত্রা৷ এর মধ্যে সোমবার জম্মু থেকে চার হাজারের বেশি তীর্থযাত্রীর একটি দল অমরনাথের উদ্দেশে রওনা দেয়৷ শুক্রবারের পাহাড়ি বৃষ্টি ও হড়পা বানের জেরে ১৬ জনের মৃত্যুর পর দু’দিন অমরনাথ যাত্রা স্থগিত রাখে প্রশাসন৷

তবে সোমবার ফের যাত্রা শুরুর অনুমতি দেওয়া হয়। যদিও তীর্থযাত্রীদের যেতে হবে পঞ্চতরণী হয়ে৷ অমরনাথ দর্শন সেরে তাঁরা ফিরবেন বালতাল হয়ে৷ এরপর বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির কারণে চন্দনওয়াড়ি ও বালতালের দুটো রাস্তাই ফের বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই দুই পথে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ফের বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা।

 

RELATED ARTICLES

Most Popular