Placeholder canvas

Placeholder canvas
Homeদেশআফগানিস্তানে চলে যাক আসাদুদ্দিন, বিস্ফোরক মোদির মন্ত্রী

আফগানিস্তানে চলে যাক আসাদুদ্দিন, বিস্ফোরক মোদির মন্ত্রী

Follow Us :

নয়াদিল্লি: তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানের মহিলাদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন সকলেই। ভারত সরকারের সেই উদ্বেগকে কটাক্ষ করেছেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। যা নিয়ে পালটা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা কারান্দলাজে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিনকে হায়দরাবাদে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার একটি সভায় হাজির ছিলেন আসাদুদ্দিন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তাঁর মুখে শোনা যায় তালিবান প্রসঙ্গ। তিনি বলেন, “রিপোর্ট অনুসারে, পাঁচ বছর পূর্ণ করার আগেই ভারতে প্রতি নয় জনের মধ্যে একজন কন্যা সন্তানের মৃত্যু হয়। মহিলাদের বিরুদ্ধে অনেক অত্যাচার এবং অপরাধ সংঘটিত হয় ভারতে। কিন্তু কেন্দ্র আফগানিস্তানের মহিলাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।” সেই সঙ্গে তাঁর আরও প্রশ্ন, “মহিলাদের বিরুদ্ধে অপরাধ কী ভারতে হচ্ছে না?”

যা নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শোভা কারান্দলাজে জানিয়েছেন যে নিজেদের সম্প্রদায়কে বাঁচাতে আফগানিস্তানে চলে যাক আসাদুদ্দিন। শোভার কথায়, “এতই যখন সমস্যা সব থেকে ভালো হয় যদি আসাদুদ্দিন ওয়াইসি তাদের মহিলা এবং তাদের সম্প্রদায়কে বাঁচাতে আফগানিস্তানে চলে যান।”

আরও পড়ুন- ভারতীয় দূতাবাসে হামলা, প্রশ্ন উঠছে তালিবানের ‘আশ্বাস’ নিয়ে

আসাদুদ্দিনের পাশাপাশি তেলেঙ্গানা রাজ্য সরকারকেও তালিবান ইস্যুতে আক্রমণ করেছেন অপর বিজেপি নেতা পি মুরলিধর রাও। পদ্ম শিবিরের এই জাতীয় সাধারণ সম্পাদক বলেছেন, “তেলেঙ্গানা রাজ্য সরকারের সঙ্গে এআইএমআইএম-র যোগসাজশ রয়েছে। আসাদুদ্দিন ওয়াইসি প্রকাশ্যে তালিবানের সমর্থন করছে আর রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। এর চরম ভয়ানক পরিণতি আমাদের দেখতে হবে।”

এর আগেও তালিবানের দখলে গিয়েছিল আফগানিস্তান। ২০০১ সালে সেই তালিবান শাসন থেকে মুক্তি পায় কাবুলিওয়ালার দেশ। তালিবান পূর্ববর্তী জমানায় ওই দেশের মহিলাদের শিক্ষার স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা ছিল। যা পরে খর্ব করা হয়। ধর্মীয় রীতি মানতে বাধ্য করা হয়। সেই সঙ্গে নিয়ম অবজ্ঞাকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular