Placeholder canvas

Placeholder canvas
HomeদেশBipin Rawat: রাডার থেকে হারিয়ে কোথায় ছিল রাওয়াতের চপার, দানা বাঁধছে নতুন...

Bipin Rawat: রাডার থেকে হারিয়ে কোথায় ছিল রাওয়াতের চপার, দানা বাঁধছে নতুন সন্দেহ

Follow Us :

উটি: তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটন সেনাঘাঁটি। মাত্র ২৭ মিনিটের যাত্রাপথ ছিল বায়ুসেনার  Mi-17V5 চপারটির (IAF Mi-17V5)। সস্ত্রীক বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১৪ জন বায়ুসেনা কর্মী-আধিকারিক চপারে ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই নীলগিরির চা বাগানে ১৪ জন আরোহীকে নিয়ে ভেঙে পড়ে চপারটি৷ কী কারণে দুর্ঘটনা, তা জানতে ইতিমধ্যেই নীলগিরি পাহাড়ের ঘন জঙ্গল থেকে ব্ল্যাক বক্স (Bipin Rawat) উদ্ধার করেছে সেনা।

বায়ুসেনার চপারটি বুধবার সকাল ১১টা ৪৮-এ সুলুর এয়ারবেস থেকে যাত্রা শুরু করে৷ দুপুর ১২টা ১৫-তে ল্যান্ড করার কথা ছিল চপারটির৷ অর্থাৎ, মাত্র ২৭ মিনিট আকাশে ওড়ার কথা ছিল। কিন্তু ১২টা ৮ মিনিটে সুলুর এটিসি-র সঙ্গে চপারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ রাডার থেকে মুছে যায় Mi-17V5 চপার। তার কিছুক্ষণের কুন্নুরের নীলগিরি পাহাড়ে চপারটি ভেঙে পড়ে চপারটি।

ওই কয়েক মিনিটে কী হয়েছিল, সেটাই খুঁজে বার করার চেষ্টা চলাচ্ছেন তদন্তকারীরা। এটিসির সঙ্গে যোগাযোগ কেন বিচ্ছিন্ন হয়েছিল, সেটাই বড় রহস্য। পাইলটের সঙ্গে শেষ মুহূর্তে কী কথোপকথন হয়েছিল, তা ব্ল্যাক বক্স ডিকোড করলেই জানা যাবে। কোনও গাছের সঙ্গে ধাক্কা লেগেছিল, না কি খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনা, সেটা সামনে আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। চপারটিতে যান্ত্রিক গোলযোগ ছিল কি না, ব্ল্যাক বক্স থেকে তাও জানার চেষ্টা করা হবে।

ঘন কুয়াশায় মিলিয়ে গেল Mi-17V-5 চপার

আরও পড়ুন: কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেন বরুণ সিং ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন তেজস-কেও

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশ করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘন কুয়াশার মধ্যে উড়তে উড়তে আচমকাই মিলিয়ে যাচ্ছে বায়ুসেনার (Indian Air Force) Mi-17V-5 চপারটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ১২টা ৮ মিনিটে সুলুর এটিসি-র সঙ্গে চপারের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মুহূর্তের ছবি সেটি। তার পরই কপ্টারটি ভেঙে পড়ে৷ বিকট শব্দ শুনে স্থানীয়রা দেখেন জঙ্গলে কপ্টার ভেঙে পড়েছে৷ তাতে আগুন ধরে গিয়েছে৷ স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷

বায়ুসেনার প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, কুয়াশা পড়ার কারণে দৃশ্যমানতা কম ছিল। সম্ভবত সেই কারণেই চপারটি নীলগিরির ঘন জঙ্গলে ভেঙে পড়ার আগে একটি গাছে ধাক্কা মারে। তার পরেই আগুন ধরে যায়। সস্ত্রীক জেনারল বিপিন রাওয়াত সহ ১৩ জন মারা যান। অন্য একটি সূত্রে দাবি, দুর্ঘটনা ঘটনার আগেই সেনা চপারে আগুন ধরে গিয়েছিল। সে ক্ষেত্রে চপারের যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: Bipin Rawat: চপার দুর্ঘটনার তদন্ত করবে সেনার তিন বাহিনী, লোকসভায় জানালেন রাজনাথ

RELATED ARTICLES

Most Popular