Placeholder canvas

Placeholder canvas
HomeদেশBipin Rawat: বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Bipin Rawat: বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Follow Us :

নয়াদিল্লি: পালাম এয়ারবেসে নিহত সেনা প্রধান (Bipin Rawat Deminise) বিপিন রাওয়াতকে (Bipin Rawat) শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চপার দুর্ঘটনায় (IAF Chopper Crashed) মৃতদের পরিবারে সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী (PM Modi)। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধানও শ্রদ্ধা জানান প্রয়াত সিডিএসকে। শুক্রবার বেলা ১১ টা থেকে দুপর ২টো অবধি রাওয়াতকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। তার পর কামরাজ মার্গ থেকে বিপিন রাওয়াতের (Bipin Rawat) শেষ যাত্রা শুরু হবে। ব্রার শ্মশানে শেষকৃত্য হবে।  

মৃত ১৩ জনের মধ্যে মাত্র তিন জনকে শনাক্ত করা গিয়েছে। মাটিতে আছড়ে পড়ার পর কপ্টারটিতে আগুন ধরে যাওয়ায় বাকি দেহগুলি ঝলসে গিয়েছে। নিহতদের পরিবারের ঘনিষ্ঠ স্বজনদের সহযোগিতা চাওয়া হয়েছে। দেহ শনাক্ত করতে বিজ্ঞানসম্মত পদক্ষেপ করতে হবে। তার পরেই পরিবারের হাতে দেহাবশেষ তুলে দেওয়া হবে। নিহতদের ডিএনএ টেস্ট করার কথা বুধবারই ঘোষণা করেছিল কেন্দ্র।

বুধবার দুপুরে সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতের চপার। কুন্নুরের নীলগিরিতে কপ্টারটি ভেঙে পড়ে৷ কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত হন। দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক প্রাণ হারান।

আরও পড়ুন: কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেন বরুণ সিং ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন তেজস-কেও

বায়ুসেনার প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, কুয়াশা পড়ার কারণে দৃশ্যমানতা কম ছিল। সম্ভবত সেই কারণেই চপারটি নীলগিরির ঘন জঙ্গলে ভেঙে পড়ার আগে একটি গাছে ধাক্কা মারে। তার পরেই আগুন ধরে যায়। সস্ত্রীক জেনারল বিপিন রাওয়াত সহ ১৩ জন মারা যান। তবে, অন্য একটি সূত্রে দাবি, দুর্ঘটনা ঘটনার আগেই সেনা চপারে আগুন ধরে গিয়েছিল। সে ক্ষেত্রে চপারের যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই দুর্ঘটনায় কপ্টারের একজনই জীবিত রয়েছেন। তিনি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। শুক্রবার ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বরুণ সিংকে আনা হয় সুলুর বিমানঘাঁটিতে৷ সেখান থেকে এয়ারলিফ্ট করে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন, বরুণ সিংয়ের অবস্থা সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল৷  

মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন: Bipin Rawat: চপার দুর্ঘটনার তদন্ত করবে সেনার তিন বাহিনী, লোকসভায় জানালেন রাজনাথ 

RELATED ARTICLES

Most Popular