Placeholder canvas

Placeholder canvas
HomeদেশPrayagraj clash: প্রয়াগরাজ হিংসার মূলচক্রীর বাড়িতে বুলডোজার চালাল যোগী প্রশাসন

Prayagraj clash: প্রয়াগরাজ হিংসার মূলচক্রীর বাড়িতে বুলডোজার চালাল যোগী প্রশাসন

Follow Us :

প্রয়াগরাজ: নোটিস পাঠিয়ে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছিল প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ (পিডিএ)৷ জানিয়েছিল, ১২ জুন সকাল ১১টার মধ্যে বাড়ি খালি করে দিতে হবে৷ বুলডোজার চালিয়ে বাড়ির অবৈধ অংশ ভাঙতেই ওই নোটিস পাঠানো হয়েছিল মহম্মদ জাভেদ ওরফে জাভেদ পাম্পকে৷ যিনি জুম্মাবারের নমাজের পর প্রয়াগরাজের হিংসাত্মক ঘটনায় উস্কানি দিয়েছিলেন বলে দাবি করেছে পুলিস৷ রবিবার দুপুর ১২টার পর বুলডোজার নিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হয় পিডিএ৷ ভাঙা হয় বাড়ির অবৈধ নির্মাণ৷ ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিসবাহিনী৷ পিডিএ-র তদারকিতে চলে বাড়ি ভাঙার কাজ৷

যদিও শুক্রবারের হিংসার পরই জাভেদকে গ্রেফতার করেছে পুলিস৷ তাঁর বিরুদ্ধে গ্যাংস্টার অ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিস৷ হিংসার পরেরদিনই পিডিএ-র তরফে জাভেদের বাড়ির গেটে একটি নোটিস টাঙিয়ে দেওয়া হয়৷ তাতে বলা ছিল, রবিবার সকাল ১১টার মধ্যে বাসিন্দাদের বাড়ি খালি করে দিতে হবে৷ প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, বিনা অনুমতিতে বাড়ির বাইরে অবৈধ নির্মাণ করেছেন জাভেদ৷ গত ৫ মে তাঁকে শো-কজ নোটিস পাঠানো হয়েছিল৷ কিন্তু তিনি নোটিসের কোনও জবাব দেননি৷ বাড়িও খালি করেননি৷ তার প্রেক্ষিতে ৯ জুন আরেকটি নির্দেশ জারি করা হয়৷ ঘটনাচক্রে সেদিনই প্রয়াগরাজে হিংসা ছড়িয়ে পড়েছিল৷ পুলিসের অভিযোগ, জাভেদের ডাকে বিক্ষোভকারীরা শহরে জড়ো হয়েছিল৷ পরে সেই বিক্ষোভ হিংসার আকার নেয়৷ পুলিস কড়া হাতে সেই বিক্ষোভ দমন করে৷ শনিবার প্রয়াগরাজের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার বলেন, ‘শুক্রবারের হিংসার ঘটনায় ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন এবং গ্যাংস্টার আইনে ব্যবস্থা নেবে পুলিস৷’

শুক্রবারের হিংসার পরই বিক্ষোভস্থল ও তার আশেপাশের এলাকায় অবৈধ নির্মাণ ও দখলদারদের খোঁজ নিতে শুরু করে পিডিএ৷ এর আগে সাহারানপুরের হিংসায় জড়িত দুই অভিযুক্তের বাড়িতেও বুলডোজার চালিয়ে দেয় স্থানীয় প্রশাসন৷ অভিযোগ, বেআইনিভাবে বাড়ির সামনের দিকে অংশ বাড়ানো হয়েছিল৷ সেগুলি ভেঙে ফেলে পুর-প্রশাসন৷

আরও পড়ুন: UP Cops: যোগী রাজ্যে বিক্ষোভকারীদের লকআপে নির্মম মার, পুলিসের ‘রিটার্ন গিফট’ বলে উপহাস বিধায়কের

RELATED ARTICLES

Most Popular