Placeholder canvas

Placeholder canvas
Homeদেশপ্রধান বিচারপতি এনভি রমানার প্রশংসায় পঞ্চমুখ সলিসিটর জেনারেল

প্রধান বিচারপতি এনভি রমানার প্রশংসায় পঞ্চমুখ সলিসিটর জেনারেল

Follow Us :

নয়াদিল্লি: বার কাউন্সিলের অনুষ্ঠানে প্রধান বিচারপতি এনভি রমানার প্রশংসায় পঞ্চমুখ সলিসিটর জেনারেল তুষার মেহতা। শনিবার মেহতা বলেন, প্রধান বিচারপতি রমানা ভালো বিচারপতি ছাড়াও একজন ভালো মানুষ। শুধুমাত্র বিচারপতি হিসাবেই ওনাকে চিনি তা নয়, একজন ভালো মানুষ হিসেবেও তিনি আমার অত্যন্ত পরিচিত।

বিচারপতিদের সংবর্ধনা জানানোর জন্য এ দিন বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই) একটি অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ আইনি অফিসার মেহতা বলেন, ‘যদিও অনুষ্ঠানটি বিচারককে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল, তা সত্ত্বেও বিসিআই চেয়ারম্যান কোভিড পরিস্থিতিতে আইনজীবীদের অভিযোগ নিয়ে একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। আদালতে থাকি কিংবা প্রেক্ষাগৃহে থাকি, আইনজীবীদের স্বস্তির জন্য প্রার্থনা করার অভ্যাস আমাদের আছে।

প্রধান বিচারপতি রমানাকে আইনজীবী পরিবারের ‘কর্তা’ বলেও অভিহিত করেন মেহতা। চলতি বছর এপ্রিলে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এনভি রমানা। বিচারপতি এসএ বোবদের স্থলাভিষিক্ত হন তিনি। ২০২২ সালের ২৬ অগস্ট অবধি এই পদে থাকবেন তিনি। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন প্রধান বিচারপতি রমানা।

আরও পড়ুন: পুলিশ স্টেশনে বারবার মানবাধিকার লঙ্ঘন, উদ্বেগ জানালেন দেশের প্রধান বিচারপতি

RELATED ARTICLES

Most Popular