skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeদেশমমতার দিল্লি সফরের আগেই তৃণমূলকে বন্ধুত্বের বার্তা কংগ্রেসের

মমতার দিল্লি সফরের আগেই তৃণমূলকে বন্ধুত্বের বার্তা কংগ্রেসের

Follow Us :

নয়াদিল্লি: রাত পোহালেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলের বিমানে জাতীয় রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তার আগেই দিনেই তৃণমূলকে বন্ধুত্বের বার্তা দিল ভারতের জাতীয় কংগ্রেস। পেগাসাস ইস্যুতে বিজেপিকে আক্রমণ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ট্যুইট করল কংগ্রেস।

আরও পড়ুন- অযোধ্যা মন্দিরে রাখা বিস্ফোরক! এক ফোনে ছুটল পুলিশ, বম্ব স্কোয়ার্ড

রবিবার দুপুরের দিকে কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি গ্রাফিক ছবি পোস্ট করা হয়। যেখানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পূর্ণাঙ্গ ছবি। যার পাশে বড় করে লেখা রয়েছে, “আপ ক্রনোলজি সামাঝিয়ে(আপনি ক্রনোলজি বুঝুন)।” এরপরে আরও লেখা হয়েছে যে পেগাসাস সফটওয়্যার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হল ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য।

আরও পড়ুন- পড়ুয়াদের বিক্ষোভের জের, উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে জরুরি বৈঠকে সংসদ সভাপতি

কেন্দ্রের মোদি সরকার মারাত্মক রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে ওই ট্যুইটে দাবি করেছে কংগ্রেস। আর সেই নিরাপত্তাহীনতা সীমাহীন বলেও উল্লেখ করে হয়েছে ওই গ্রাফিক ছবিতে। সেই সঙ্গে ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী মোদি শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলেন।”

কংগ্রেস বিজেপিকে আক্রমণ করবে তা স্বাভাবিক। পেগাসাস সফটওয়্যারের সাহায্যে রাহুল গান্ধীর উপরেও নজরদারি চালানো হয়েছে। সেই কারণে পেগাসাস নিয়ে কংগ্রেসের বিজেপি এবং কেন্দ্রকে কাঠগড়ায় তোলা খুবই সাধারণ বিষয়। কিন্তু বিজেপিকে আক্রমণ করতে ব্যবহার করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ সাংসদ অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর ছবিটি পোস্ট করা হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতার দিল্লি সফরের ঠিক আগের দিনেই।

আরও পড়ুন- মন কি বাতে ‘ভারত জোড়ো’ আন্দোলনের ডাক মোদির, চালু ‘রাষ্ট্রগান’ পোর্টাল

২০১২ সালে কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে যায় তৃণমূলের। তারপর থেকে কোনও নির্বাচনে একত্রে দেখা যায়নি ওই দুই দলকে। লোকসভা নির্চানের আগে তৃণমূলের পক্ষ থেকে জটের বার্তা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার আগামী লোকসভার লক্ষ্যে তৃণমূলকে পাশে রাখতে চাইছে কংগ্রেস। যার অন্যতম বড় কারণ হচ্ছে এদিনের ট্যুইট।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে কেন্দ্রে বিজেপি বিরোধিতায় প্রথম সারির মুখ হয়ে উঠেছেন মমতা। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল সামনের সারিতে থেকে লড়াই করবে বলেও দাবি করতে শুরু করেছে ঘাস ফুল শিবিরের একাধিক নেতা। এই অবস্থায় কংগ্রেসের ট্যুইট যেন বড় বার্তা দিল তৃণমূলকে। সেই ট্যুইট রি-ট্যুইট করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, “খেলা হবে।”

আরও পড়ুন- হাইকোর্টে আইনজীবীদের প্রবল চাপ, দাবি মানলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে ঘিরে বাড়তি কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলের৷ মমতা দিল্লিতে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন৷ বিরোধীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনও স্থির হয়ে গিয়েছে৷ আগামী ২৮ জুলাই হবে সেই বৈঠক৷ দিল্লির বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলের নেতাদের৷ আমন্ত্রিতদের তালিকায় বামেরাও রয়েছে। সোনিয়া গান্ধীর সঙ্গেও মমতা দেখা করতে পারেন বলে খবর।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
00:00
Video thumbnail
BJP | মোদি না RSS, কে বাছবেন বিজেপি সভাপতি?
00:00
Video thumbnail
Mamata Banerjee | বৃষ্টি ভিজেই রথযাত্রার সূচনা করলেন মমতা
00:00
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
00:00
Video thumbnail
Bolpur Insident | বোলপুরকাণ্ডের নেপথ্যে 'পরকিয়া তত্ত্ব'? কী জানাচ্ছে পুলিশ?
12:56
Video thumbnail
Amarnath Yatra Rain | টানা বৃষ্টিতে থমকে অমরনাথ, চারধাম যাত্রা কবে থেকে চালু হবে?
23:36
Video thumbnail
Paper Leak | ফের পেপার লিক বিতর্ক, বড় সমস্যায় সরকার ?
02:01:50
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 LIVE | এক্সক্লুসিভ জগন্নাথ দর্শন পুরী থেকে সরাসরি
02:35:59
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 | রথ বেরোতেই বিরল ঘটনা পুরীতে! কী হল দেখুন
03:00:35
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
03:24