Placeholder canvas
HomeScrollব্যক্তিগত ঋণে নিয়মকানুন কঠোর করছে রিজার্ভ ব্যাঙ্ক

ব্যক্তিগত ঋণে নিয়মকানুন কঠোর করছে রিজার্ভ ব্যাঙ্ক

নয়াদিল্লি: ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে নজরদারির নিয়মকানুন আরও কঠোর করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বন্ধকহীন ঋণদানের পরিমাণ ক্রমশ বাড়তে থাকা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অনেক আগেই সব পক্ষকে সতর্ক করেছিল। শীর্ষ ব্যাঙ্কের মতে, এই ধরনের ঋণ শোধ না হলে ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলির হাল খারাপ হয়ে যেতে পারে। তাই ওই ঋণ যাতে অনাদায়ী না থাকে কিংবা তা যাতে তাড়াতাড়ি ঋণগ্রহীতারা শোধ করতে পারেন, তার জন্য নজরদারি বাড়ানোর কথা বলছে রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিয়েছে, ব্যক্তিগত ঋণের রিস্ক ওয়েটেজ বাড়িয়ে ১২৫ শতাংশ করতে হবে। যদিও এই নিয়ম বাড়ি, গাড়ি, শিক্ষা, সোনা বা গয়না বন্ধক রেখে ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আদায় না হওয়া ঋণেও রিস্ক ওয়েটেজ বাড়িয়ে ১৫০ শতাংশ করা হয়েছে।
অর্থনীতির বিশেষজ্ঞরা মনে করছেন, অতিমারির ক্ষতি কাটিয়ে দেশের অর্থনীতি পুরনো ছন্দে ফিরছে। মানুষের কেনার ক্ষমতা বাড়ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলি বন্ধকহীন ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে। এবার সেই ঋণে যদি ব্যাঙ্কের ঝুঁকি বেড়ে যায়, তবে তার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরেও।

আরও পড়ুন: বাংলাদেশি বন্দি নিয়ে জেলে বেআইনি চক্র চলছে, অভিযোগ বিচারপতির

RELATED ARTICLES

Most Popular

Recent Comments