Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsCOVID-19 India: স্বস্তি ফিরছে দেশের কোভিড গ্রাফে, দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের...

COVID-19 India: স্বস্তি ফিরছে দেশের কোভিড গ্রাফে, দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের নীচে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টায় নিম্নমুখী হল দেশের কোভিড (COVID-19) গ্রাফ। আক্রান্তের (Coronavirus) সংখ্যা কমে দাঁড়াল ৫০ হাজারের নীচে। কমেছে মৃত্যুর সংখ্যাও। এক ধাক্কায় সংক্রমণ (Covid 19 Health Update) কমে যাওয়ায় কিছুটা স্বস্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের (Ministry of Health and Family Welfare) মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন। দৈনিক পজিটিভিটি রেট কমে ৩.১৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৩৭ হাজার ৪৫ জন।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৭ হাজার ৮৯১ জন। যা নিঃসন্দেহে স্বস্তির খবর। বছর শেষে এবং বছরের শুরুতে যে হারে উদ্বেগ বাড়াচ্ছিল দেশে তথা রাজ্যের করোনা সংক্রমণ মাত্রা, সেই তুলনায় অনেকটাই কমেছে সংক্রমণ। বেড়েছে সুস্থতার হার।  এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ১৫ লক্ষ ৮৫ হাজার  ৭১১ জন। সংক্রমণ যেমন নিম্নমুখী হচ্ছে তেমনই টিকা প্রদানের হার বাড়ছে। কোভিড সংক্রমণনে লাগাম টানতে বিভিন্ন রাজ্যে চলছে কড়া  কোভিড বিধি। প্রশাসনের তরফেও বিষয়টিকে কড়া নজরে রাখা হয়েছে।

আরও পড়ুন  Kolkata Winter: জাঁকিয়ে শীত আর নয়, তবে তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় শহরে ঠান্ডা

এদিনের করোনা গ্রাফে স্বস্তি মিললেও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে সংক্রমণ বাড়তে পারে, এমনটা আশা চিকিৎসক মহলের। যে কারণে ভোট প্রচারেও নিষেধাজ্ঞা রয়েছে। সম্পূর্ণ ভার্চুয়ালি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে দেশের করোনা সংক্রমণে হ্রাস টানতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে প্রশাসনিক মহল।

RELATED ARTICLES

Most Popular