Placeholder canvas

Placeholder canvas
HomeদেশDelhi | দিল্লি অর্ডিন্যান্স - রাজ্যসভায় বিরোধীরাই বেশি

Delhi | দিল্লি অর্ডিন্যান্স – রাজ্যসভায় বিরোধীরাই বেশি

Follow Us :

কলকাতা: দিল্লি সরকারের ক্ষমতা কাড়তে নয়া অর্ডিন্যান্স এনেছে কেন্দ্র। সংবিধানের বিধান অনুযায়ী সংসদের বাদল অধিবেশনে অর্ডিন্যান্সকে আইনে বদলাতে হবে। রাজ্যসভায় কিন্তু বিরোধীদেরই গরিষ্ঠতা। কী হতে চলেছে এই বিল নিয়ে ভোটাভুটিতে?

সুপ্রিম কোর্টের রায় উল্টে দিয়ে দিল্লি সরকারের ক্ষমতা ন্যাস্ত হয়েছে তিন সদস্যের কমিটির হাতে। ক্ষুব্ধ দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কলকাতায় এসে দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে, ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। মমতা, কেজরি ও মান একমত হয়েছেন, সংসদে আটকাতে হবে এ সংক্রান্ত বিল। 

অর্ডিন্যান্স ও আইন

অর্ডিন্যান্সকে আইন করতে বিল আনতে হবে সংসদে। সংসদের পরবর্তী অধিবেশন শুরুর ছয় সপ্তাহের মধ্যে বিল পাশ করাতে হবে। ওই সময়ের মধ্যে বিল সংসদে পেশ না হলে বাতিল হবে অর্ডিন্যান্স। সংসদে সরকারের আনা বিল পাশ না হলেও অস্তিত্ব থাকবে না অর্ডিন্যান্সের। সাধারণত জুলাই-আগস্টে সংসদের বাদল অধিবেশন বসে। তার আগে কয়েকজন রাজ্যসভার সদস্যের মেয়াদ শেষ হবে, আসবে নতুন সদস্য। কিছুটা বদলাতে পারে ভারসাম্য। তবে এই মুহূর্তে রাজ্যসভায় রাজনীতির পাল্লা বিরোধীদের পক্ষেই ঝুঁকে।

রাজ্যসভায় রাজনৈতিক বিন্যাস

এই মুহূর্তে বিজেপির ৯৩ ও মনোনীত ৫ জন সহ সরকার পক্ষের ১১০ সদস্য। কংগ্রেসের ৩১ সহ বিরোধী ইউপিএ-র ৬৪ সদস্য। রয়েছেন তৃণমূলের ১২, আপ-এর ১০ সহ ইউপিএ বহির্ভূত বিরোধীদের ৬৪ জন। সম্মিলিত বিরোধীদের আছেন ১২৮ জন সদস্য এই হিসেবে সরকারের হারার কথা। তবে অঙ্কের হিসেবে রাজনীতি এগোবে কি? বিরোধীদের মধ্যে রয়েছে ওয়াইএসআরসিপি ও বিজেডি দলদুটির ৯ জন করে সদস্য। এই দুই দল ঠিক কোন দিকে থাকবে তা নিয়ে রয়েছে ধন্দ। যদি কোনও দিকেই ভোট না দেয়, তাহলেও পাল্টে যেতে পারে ভারসাম্য। দিল্লি বিষয়ক অর্ডিন্যান্সটিকে আইনে পরিণত করতে সম্ভবত সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনী বিলে মনোনীত সদস্যরা ভোট দিতে পারেন, তবে সেটা খুব একটা ভালো দেখাবে কি? মনোনীতদের বাদ দিলে সরকারি জোটের শক্তি নেমে আসে মাত্র ১০৫-এ। দিল্লি বিল নিয়ে এবারের রাজ্যসভার ভোট খুবই গুরুত্বপূর্ণ, মত বিশেষজ্ঞদের একাংশের। 

RELATED ARTICLES

Most Popular