Placeholder canvas

Placeholder canvas
Homeদেশদূষণে জেরবার দিল্লিতে টাস্ক ফোর্স গড়ার পথে সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ২৪ ঘণ্টা...

দূষণে জেরবার দিল্লিতে টাস্ক ফোর্স গড়ার পথে সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ২৪ ঘণ্টা সময়

Follow Us :

নয়াদিল্লি: দিল্লির দূষণ (Delhi Pollution)  নিয়ে কেন্দ্র ও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court) । শীর্ষ আদালতের মনে হয়েছে, অযথা সময় নষ্ট হচ্ছে। কোনও রকম গড়িমসি আর বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার কেন্দ্রের উদ্দেশে একরকম হুঁশিয়ারি দিয়ে রাখল শীর্ষ আদালত। ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে কেন্দ্র গুরুতর কোনও পদক্ষেপ না করলে, এ বার সুপ্রিম কোর্টই টাস্ক ফোর্স গঠন করবে।

বৃহস্পতিবার সকালে দিল্লিতে বাতাসের দূষণ মাত্রার সূচক ৫০০ ছাড়িয়ে যায়। এয়ার কোয়ালিটির সূচক ৫০০ ছুঁয়ে ফেলা অর্থ বিপজ্জনক ক্যাটেগরি। এই সূচক জানার পরেই ধৈর্য রাখতে পারেননি প্রধান বিচারপতি এনভি রমানা, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ।

কেন্দ্র ও কেজরি সরকারের তরফে বারবার দেশের শীর্ষ আদালতে দাবি করা হয়েছে, দূষণ নিয়ন্ত্রণে দিল্লি ও এনসিআর অঞ্চলে যথাযথ পদক্ষেপ করা হয়েছে। তার পরেও কেন বায়ু দূষণের সূচক ৫০০ ছুঁয়ে ফেলেল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের মনে হয়েছে, দূষণের উৎসই চিহ্নিত করে উঠতে পারেনি সরকার।

এ নিয়ে কমিশন থাকলেও তারা কাজ করতে পারছে না বলেই মনে হয়েছে দেশের শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের। দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র যে সমস্ত পদক্ষেপ করার কথা বলেছে, সেই নির্দেশও কার্যকর করা হচ্ছে না বলে সুপ্রিম অভিমত। এমত অবস্থায় সুপ্রিম কোর্ট জানায়, এ ভাবে চললে আদালত টাস্ক ফোর্স গঠন করতে বাধ্য হবে। কেন্দ্রর সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম বেঞ্চের কাছে একদিন সময় চেয়ে নিলে, আদালত তাতে সম্মত হয়।

আরও পড়ুন – ‘বাজে অজুহাত মেনে নেব না’, দিল্লির দূষণ নিয়ে ফের সরকারকে ধমক সুপ্রিম কোর্টের

শীত এলেই দিল্লিতে দূষণ লাগামছাড়া হয়ে যায়। দিল্লি সরকার কৃষকদের উপর এই দায় চাপানোর চেষ্টা করে, এর আগে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল। কেজরি সরকার দাবি করেছিল, পঞ্জাব-হরিয়ানায় ফসলের নাড়া পোড়ানোর জন্যই দিল্লির দূষণ পরিস্থিতির এই ভয়ানক অবস্থা। সুপ্রিম কোর্ট সেসময় কড়া ভাষায় জানিয়েছিল, ‘বাজে অজুহাত দেবেন না।’

শীর্ষ আদালতের পালটা প্রশ্ন ছিল, দুষণ নিয়ন্ত্রণে কী কী পরিকাঠামোগত পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার? একইসঙ্গে দিল্লি সরকারের উদ্দেশে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি ছিল, অপ্রয়োজনীয় কথায় কাজ নেই। দায় এড়াবেন না। বাজে অজুহাত দিলে আমরাও অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে। দিল্লি সরকারকে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। এ বার কি সুপ্রিম কোর্ট নিজেই সেই টাস্ক ফোর্স গঠন করে কি না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular