Placeholder canvas

Placeholder canvas
Homeদেশমহড়ার খবরে সম্বিৎ ফেরার আগেই বিশৃঙ্খল মুম্বই বিমানবন্দরে জঙ্গি আতঙ্ক

মহড়ার খবরে সম্বিৎ ফেরার আগেই বিশৃঙ্খল মুম্বই বিমানবন্দরে জঙ্গি আতঙ্ক

Follow Us :

মুম্বই: খালি করে দিতে হবে বিমানবন্দর৷ হঠাৎ এমন ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) উড়ান ধরতে আসা যাত্রীদের মধ্যে৷ ব্যাগপত্তর নিয়ে সবাই দৌড় লাগান এসকেলেটরের (Escalator) দিকে৷ তবে কি জঙ্গি হামলা হয়েছে? সেটাও তো ঠিক করে বোঝা যাচ্ছে না৷ কী হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলেন না যাত্রীরা৷ মাইকের ঘোষণা শুনে সকলের মধ্যে বিমানবন্দর থেকে বেরনোর হুড়োহুড়ি পড়ে যায়৷ আধ ঘণ্টা পর আবার আরেকটি ঘোষণা৷ ‘মক ড্রিল (Mock Drill) সাকসেসফুল৷’

আরও পড়ুন: ড্রোন হামলা ঠেকাতে প্রতিরক্ষা বাহিনীর হাতে ডিআরডিও-র তৈরি অ্যান্টি ড্রোন সিস্টেম

শনিবার সকালে মুম্বই বিমানবন্দরের ভেতরে মহড়া প্রদর্শন করেন নিরাপত্তা কর্মীরা৷ আপদকালীন পরিস্থিতিতে বিমানবন্দর থেকে যাত্রীদের যাতে নিরাপদে বাইরে বেরিয়ে নিয়ে আসা যায় সেটা দেখাই ছিল এই মহড়ার উদ্দেশ্য৷ এদিন বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ভেতর ওই মহড়া চলে৷ এবং সেই মহড়া সফল হওয়ায় খুশি নিরাপত্তা এজেন্সি৷ কিন্তু চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে৷

আরও পড়ুন: বিশ্বের সেরা ৩০০ প্রতিষ্ঠানে নেই ভারত, ‘টিএইচই’ বয়কট একাধিক আইআইটির

যাত্রীদের অভিযোগ, ঠিক মত পরিকল্পনা করে মক ড্রিল করা হয়নি৷ সবাইকে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে বলা হয়৷ হঠাৎ এমন ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ টুইট করে বিমানবন্দরের ভেতরের ছবি শেয়ার করেন অনেকে৷ তাতে লেখেন, ‘বেরতে গিয়ে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ মানুষের গাদগাদি ভিড়ে কোভিড দুরত্ববিধি শিকেয় ওঠে৷ টোটাল মিস ম্যানেজমেন্ট৷’ এই মহড়া প্রায় ৩০ মিনিট ধরে চলে৷ যাত্রীদের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত মুম্বই পুলিশকে আসরে নামতে হয়৷ তারা জানায়, যাত্রীদের অসুবিধায় ফেলতে মহড়া করা হয়নি৷ মহড়ার জন্য বিমান ধরতে কোনও যাত্রীর অসুবিধা হয়নি৷ এটা আগে থেকে নির্ধারিত ছিল৷ কেউ আতঙ্কিত হবেন না৷

RELATED ARTICLES

Most Popular