Placeholder canvas

Placeholder canvas
HomeদেশHijab Row in Karnataka: হিজাব বিতর্কে কড়া পদক্ষেপ, স্কুলে-কলেজে পোশাকবিধি মানতে হবে,...

Hijab Row in Karnataka: হিজাব বিতর্কে কড়া পদক্ষেপ, স্কুলে-কলেজে পোশাকবিধি মানতে হবে, নির্দেশিকা জারি

Follow Us :

বেঙ্গালুরু: পোশাক যা সমতা ও একতা নষ্ট করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করতে পারে তা পরা চলবে না৷ কর্ণাটকের স্কুল-কলেজগুলিতে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন পোশাকবিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিল রাজ্য সরকার৷ শনিবার রাজ্যের শিক্ষা দফতর পরিষ্কার জানিয়ে দেয়, সমস্ত সরকারি স্কুলগুলিতে সরকার নির্দেশিত পোশাকবিধি মেনেই চলতে হবে৷ অর্থাৎ হিজাব বা গেরুয়া চাদর এসব কিছুই পরা চলবে না৷ বেসরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকবিধি ঠিক করবে সংশ্লিষ্ট স্কুলের পরিচালন সমিতি৷ একই ভাবে সরকার নিয়ন্ত্রিত কলেজের ক্ষেত্রে পোশাকবিধি সংক্রান্ত সিদ্ধান্ত নেবে কলেজ ডেভেলপমেন্ট বোর্ড৷

গত কয়েকদিন ধরে কর্ণাটকের স্কুল ও কলেজগুলিতে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে৷ অভিযোগ, হিজাব পরে আসায় একাধিক স্কুল ও কলেজে ছাত্রীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে৷ এ নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক শুরু হয়ে যায়৷ পাল্টা একদল হিন্দু ছাত্রও গেরুয়া চাদর জড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শুরু করে৷ গোটা ঘটনায় রাজনৈতিক রঙ লাগতে বেশি দেরি হয়নি৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন টুইটে বলেন, ‘হিজার পরে ছাত্রীদের ঢুকতে না দিয়ে ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে৷’ রাজ্যের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অভিযোগ, হিজাবের নামে বিজেপি এবং আরএসএস দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে৷ জবাব দিতে দেরি করেনি বিজেপি৷ রাজ্য বিজেপি সভাপতি নলিন কুমার কাতিল বলেন, ‘স্কুল হল মা সরস্বতীর মন্দির৷ সেখানে ধর্ম টেনে আনা ঠিক নয়৷ স্কুলে পড়ুয়ারা পড়াশোনা করতে আসে৷ এই নিয়ম কেউ না মানতে পারলে সে তার অন্য ব্যবস্থা করে নিতে পারে৷’

হিজাব বিতর্কে ইতি টানতে এবার আসরে নামল কর্ণাটক সরকার৷ এদিন একটি নির্দেশিকা জারি করা হয়৷ তাতে বলা হয়েছে, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ড্রেস কোড না থাকলে সেক্ষেত্রে পড়ুয়াদের এমন পোশাক পরা উচিৎ নয়, যা সমতা, একতা এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে ওঠে৷ শিক্ষা আইনের ১৯৮৩ ধারার উল্লেখ করে রাজ্যের বিজেপি সরকার জানিয়েছে, সবার একই ধরনের পোশাক পরা বাধ্যতামূলক৷

আরও পড়ুন: Nitish Kumar: নীতিশ কুমারের নালন্দায় বেহাল স্বাস্থ্য পরিষেবা

RELATED ARTICLES

Most Popular