Placeholder canvas

Placeholder canvas
HomeদেশElection Commission: ‘বাহুবলীরা’ কেন প্রার্থী? কারণ দেখাতে হবে রাজনৈতিক দলগুলিকে, নির্দেশ কমিশনের

Election Commission: ‘বাহুবলীরা’ কেন প্রার্থী? কারণ দেখাতে হবে রাজনৈতিক দলগুলিকে, নির্দেশ কমিশনের

Follow Us :

নয়াদিল্লি: বিভিন্ন ফৌজদারী অপরাধে অভিযুক্তদের ভোটে প্রার্থী করার প্রবণতা রয়েছে রাজনৈতিক দলগুলির৷ অনেক সময় প্রশ্ন ওঠে, স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের ছেড়ে কেন বাহুবলীদের ভোটে (Criminal Candidates) লড়াইয়ের ছাড়পত্র দেয় রাজনৈতিক দলগুলি (Political Parties)? এবার সেই প্রশ্নের উত্তর জনতাকে জানাতে বাধ্য হবে তারা৷ বলা ভালো, বাধ্য করল দেশের নির্বাচন কমিশন (Election Commission Of India)৷ শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra) জানিয়ে দেন, দাগীদের টিকিট দেওয়ার কারণ দেখাতে হবে রাজনৈতিক দলগুলিকে৷ ভোটারদের জানাতে হবে, কোন কোন প্রার্থীর মাথায় ক’টা মামলা ঝুলছে৷

এদিন উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করে নির্বাচন কমিশন৷ দিনক্ষণ ঘোষণার সময় সুশীল চন্দ্র জানান, ‘রাজনৈতিক দলগুলিকে অতি অবশ্যই তাদের ওয়েবসাইটের হোম পেজে প্রার্থীদের বকেয়া ফৌজদারী মামলা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানাতে হবে৷ সেই সঙ্গে এটাও জানাতে হবে কেন ওই ব্যক্তিকে প্রার্থী হিসেবে নির্বাচিত করল তারা৷’ মুখ্য নির্বাচন কমিশনারের আরও সংযোজন, খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলিতেও সংশ্লিষ্ট ব্যক্তির নামে আগে কখনও ফৌজদারি ধারায় মামলা ছিল না সেটাও জানাতে হবে৷

এদিকে কমিশনের ঘোষণার পরই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুরে জারি হয়ে গেল আদর্শ আচরণবিধি৷ প্রার্থী বা কোনও দল আদর্শ আচরণবিধি ভাঙলেই কমিশনের কাছে নালিশ জানাতে পারবেন ভোটাররা৷ মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, আচরণ বিধি না মানলে অথবা টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হলে ভিজিল অ্যাপের মাধ্যমে যে কেউ কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন৷ অভিযোগ দায়ের হওয়ার ১০০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কমিশনের কর্তারা৷ এরপর তাঁরাই যা ব্যবস্থা নেওয়ার নেবে৷

আরও পড়ুন: UP Assembly Election: ডাবল ইঞ্জিনের জয় বলছেন যোগী, ১০ মার্চ তাঁদের দিন দাবি অখিলেশের

RELATED ARTICLES

Most Popular