Placeholder canvas

Placeholder canvas
Homeদেশতপ্ত মহারাষ্ট্র, গ্রেফতারের মুখে রাণে?

তপ্ত মহারাষ্ট্র, গ্রেফতারের মুখে রাণে?

Follow Us :

মুম্বই: মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করে তপ্ত মহারাষ্ট্র৷ সম্প্রতি কোঙ্কণ এলাকায় একটি ব়্যালিতে ক্ষুদ্র-মাঝারি শিল্প মন্ত্রী নারায়ণ রাণে বলেন, “দেশের কত তম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না।” … এখানেই থেমে না থেকে রাণে বলতে থাকেন, “যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তা হলে তাঁকে একটা চড় মারতাম।”

কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের পরই তীব্র প্রতিবাদ জানায় শিবসেনা৷ দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে৷ মঙ্গলবার শিবসেনার সমর্থকরা রাণের বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের বাধার মুখে পড়েন। এর পরই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিবসেনার যুব মোর্চা রাণেকে ‘মুরগি চোর’ (স্থানীয় ভাষায় ‘কোমরি চোর’) বলে পাল্টা আক্রমণ করেন। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে৷ যদিও পুরো বিষয়টা নিয়ে রাণের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷

সান্তাক্রুজে (পশ্চিম) রাণের বাসববনের কাছে জুহু রোডে প্রতিবাদে বসেন শিবসেনা কর্মী-সমর্থকরা। পরিস্থিতি বেগতিক বুঝে রাণেকে গ্রেফতার করার পরিকল্পনা নিয়েছে পুলিশ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির দিকেও রওনা দিয়েছে পুলিশ৷ রক্ষা কবচের জন্য বম্বে হাই কোর্টে আবেদন করেছেন রাণে ৷

আরও পড়ুন: সরকারি সম্পত্তি বিক্রির কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ তৃণমূলের

RELATED ARTICLES

Most Popular