Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsSatara: গর্ভবতী বনকর্মীকে মারধরের অভিযোগে সস্ত্রীক প্রাক্তন সরপঞ্চ গ্রেফতার

Satara: গর্ভবতী বনকর্মীকে মারধরের অভিযোগে সস্ত্রীক প্রাক্তন সরপঞ্চ গ্রেফতার

Follow Us :

মুম্বই: তিন মাসের গর্ভবতী মহিলা বন নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার এক মহিলাসহ দু’জন৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের সাতারার পালসাভাদের ঘটনা৷ ধৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী৷ মারধরের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ তা দেখে মহারাষ্ট্রের মহিলা কমিশন ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ সব মিলিয়ে গোটা ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সাতারাতে৷

স্থানীয় সূত্রের দাবি, ধৃত স্বামী এলাকার প্রাক্তন সরপঞ্চ ও ফরেস্ট কমিটির সদস্য৷ মহিলা বনকর্মীকে মারধরের কারণ কী? বনকর্মী বদলি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক বচসা শুরু হয়৷ তারপরেই হাতাহাতি,চুলোচুলি থেকে মহিলা বনরক্ষা কর্মীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেথা যায় ভাইরাল ভিডিয়োতে৷ যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করিনি কলকাতাটিভি ডিজিটাল৷

নির্যাতিতা বনকর্মী সিন্ধু সানাপের অভিযোগ, কাজে যোগ দেওয়ার পর থেকে ধৃত সরপঞ্চ তাঁকে হুমকি দিতে থাকেন৷ বহুবার টাকা-পয়সাও চেয়েছেন৷ কিন্তু মহিলা বনকর্মী টাকা দিতে অস্বীকার করেন বলে দাবি করেন৷ কিন্তু বুধবার তিনি কাজের থেকে ফেরার পথে তাঁকে হেনস্থা করা হয়৷ তাঁর স্বামী জুটো পেটা করা হয়৷

সাতারার পুলিস সুপার অজয় কুমার বনশাল বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। ভ্রূণের কোনো ক্ষতি হয়েছে কিনা তা আমরা পরীক্ষা করছি। ক্ষতি হলে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে৷”

মহারাষ্ট্র মহিলা কমিশন সাতারার ঘটনা নিয়ে পদক্ষেপ শুরু করেছে৷ কমিশন সাতারার পুলিস সুপারের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে৷ একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে৷

 

RELATED ARTICLES

Most Popular