Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsShaheenbagh: শাহিনবাগে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, বুলডোজারের সামনে বিক্ষোভ স্থানীয়দের

Shaheenbagh: শাহিনবাগে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, বুলডোজারের সামনে বিক্ষোভ স্থানীয়দের

Follow Us :

শাহিনবাগ: ফের উত্তেজনা শাহিনবাগে। সোমবার সকালে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বেআইনি দখলদারি উচ্ছেদ করার জন্য জেসিবি, বুলডোজার ইত্যাদি নিয়ে হাজির হয়। স্থানীয় বাসিন্দা এবং যুব কংগ্রেস কর্মীরা কর্পোরেশন কর্তাদের বাধা দেন। তাঁরা এ ব্যাপারে আদালতের নির্দেশ দেখতে চান। আদালতের নির্দেশ দেখাতে না পারলে উচ্ছেদ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সকাল থেকেই এলাকায় জড়ো হয়ে যান প্রচুর সাধারণ মানুষ। যুব কংগ্রেস কর্মীরা বুলডোজারের সামনে রাস্তায় বসে পড়েন। তবে দিল্লি পুলিস এই উচ্ছেদ অভিযানের জন্য বাড়তি পুলিস দেয়নি দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। কর্পোরেশন জানিয়েছে, তারা বাড়তি পুলিস না পেলে অভিযান শুরু করতে পারছে না। ইতিমধ্যে আরও বেশকিছু এসে হাজির হয়েছে ঘটনাস্থলে। দিল্লি পুলিসের ডিসিপি (ইস্ট) শাহিনবাগ থানায় হাজির রয়েছেন। এরই মধ্যে বহু মানুষ বুলডোজারের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের মুখে পড়ে এখনও পর্যন্ত দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন শুরু করতেই পারেনি।

আরও পড়ুন: Cyclone Asani: কলকাতা-শহরতলিতে প্রবল বৃষ্টি, নাস্তানাবুদ অফিসমুখী যাত্রীরা

আম আদমি পার্টির স্থানীয় বিধায়ক আমানতুল্লা খান ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁর দাবি, শাহিনবাগের কোনও বেআইনি ঝুপড়ি বা নির্মাণ নেই। যা ছিল সরকার তা সরিয়ে ফেলেছে। তিনি  দিল্লি কর্পোরেশনকে অবিলম্বে ঘটনাস্থল ছেড়ে চলে যেতে বলেন।

RELATED ARTICLES

Most Popular