Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsNIT Patna: বছরে ১ কোটি ৮ লক্ষের প্যাকেজের চাকরি অভিষেকের, পিছনেই অদিতি

NIT Patna: বছরে ১ কোটি ৮ লক্ষের প্যাকেজের চাকরি অভিষেকের, পিছনেই অদিতি

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বেতন ও অন্যান্য সুযোগসুবিধা-সহ বছরে ১ কোটি ৮ লক্ষ টাকা! ঠিক তাই, পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (NIT) এক ছাত্রকে এই অঙ্কের নিয়োগপত্র দিল আমাজন।

শুধু এই ছাত্রটিই নয়। এর কয়েকদিন আগেই পাটনা এনআইটির’ই ছাত্রী অদিতি তিওয়ারি প্রথম সর্বোচ্চ ১ কোটি ৬ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের চাকরি পান। ২০২২-এ অদিতিই সর্বোচ্চ প্যাকেজের প্রথম রেকর্ডটি করেন। ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনের (ECE) ফাইনাল ইয়ারের ছাত্রী অদিতিকে নিয়োগ দিতে চলেছে ফেসবুক। বাবা টাটা স্টিলের কর্মী। মা সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

আরও পড়ুন:Prayagraj TMC: প্রয়াগরাজে কোথায় গেল সিবিআই? প্রশ্ন তুলল তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয়

অভিষেকই হলেন পাটনা নিটের প্রথম ছাত্র, যিনি আমাজনের আন্তর্জাতিক স্তরের কর্মী হলেন। কম্পিউটার সায়েন্সের ছাত্র অভিষেক বিহারের ঝাঁঝার বাসিন্দা।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ বছরের প্লেসমেন্ট গত ৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। কোভিডের কারণে গত ২ বছর চাকরির বাজার খুবই খারাপ ছিল। পাটনা নিটের ট্রেনিং ও প্লেসমেন্ট অফিসার শৈলেশ এম পাণ্ডে একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, এটা আমাদের খুবই গর্বের বিষয়। অতিমারিতেও আমাদের ছেলেমেয়েরা শিক্ষা ও ভবিষ্যৎ সম্পর্কে খুবই সচেতন, তা প্রমাণ করেছে তারাই।

আরও পড়ুন:Corona Updates: চোখ রাঙাচ্ছে করোনা, দেশে আবারও বাড়ল সংক্রমণের সংখ্যা

পাটনা অর্থাৎ প্রাচীন ভারতের পাটলিপুত্র। জ্ঞান, বেদচর্চা ও গবেষণা এবং ব্যবসা-বাণিজ্যের পীঠস্থান। শূঙ্গ, গুপ্ত, নন্দ ও মোর্য সাম্রাজ্যের রাজধানীই শুধু নয়, বৌদ্ধধর্ম ও বৌদ্ধ সাহিত্যচর্চার লীলাভূমি। প্রখ্যাত অর্থশাস্ত্রকার চাণক্য বা কৌটিল্যর পরীক্ষাগার। মেগাস্থিনিস যে পাটলিপুত্রকে বিশ্বের অন্যতম বৃহৎ নগরীর মর্যাদা দিয়েছিলেন। সেই পাটলিপুত্রের নাম বদলে যখন পাটনা হল, তখন থেকেই বঙ্গজসহ অনেকের মধ্যেই একটা নাক সিঁটকানো ভাব চলে এল। একটা সময় পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে সামনের সারিতে ছিল বিহার। কিন্তু, বিহার সম্পর্কে সেই ধারণা আমূল পালটে দিয়েছে বছর ২২-এর এই দুই পড়ুয়া। অভিষেক কুমার ও অদিতি তিওয়ারি।

RELATED ARTICLES

Most Popular