Placeholder canvas

Placeholder canvas
HomeদেশCOVID 19: টিকাকরণে প্রথম বর্ষপূর্তি, দেশবাসীকে শুভেচ্ছা মোদির

COVID 19: টিকাকরণে প্রথম বর্ষপূর্তি, দেশবাসীকে শুভেচ্ছা মোদির

Follow Us :

নয়াদিল্লি: ১৫৬ কোটির মাইল ফলক ছুঁয়ে ভারতে এক বছর (1YearOfVaccineDrive) পূর্ণ হল কোভিড (COVID-19 vaccine) টিকাকরণের। দেশের এই বড় সাফল্যে রবিবার টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন টিকাকরণের ১ বছর পূর্তিতে দেশের (COVID-19 India)মানুষকে তিনি বলেন, সকলের অদম্য ইচ্ছায় টিকাকরণ (Corona vaccine) অভিযানে আমরা সফল। দেশের মানুষ একত্রিত হলে ভারত কী অর্জন করতে পারে, এটা তার একটি উদাহরণ। মহামারীর (Omicron Covod-19 Virus) বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের দৃষ্টিভঙ্গি সর্বদা বিজ্ঞাননির্ভর থাকবে। দেশের মানুষ যাতে যথাযথ যত্ন পান তা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য পরিকাঠামোও বৃদ্ধি করছি। এই দিনে দেশের মানুষকে আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সকল কোভিড (COVID-19) গাইডলাইন অনুসরণ করি এবং মহামারীকে কাটিয়ে উঠি।  

ভারতের এই টিকাকরণে প্রথম থেকে দেশবাসীর পাশে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম টিকা অভিযানে নতুন মাইলফলক অর্জন!স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মী এবং ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের জন্য বুস্টার ডোজ (Coronavirus Booster Dose) দেওয়া পুরোদমে চলছে। বর্তমানে ৪০ লাখেরও বেশি ব্যক্তি এই ডোজ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু হওয়া এই অভিযান আজ ‘সবকা প্রয়াস’-এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে সফল টিকাদান অভিযান।সমস্ত স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং দেশবাসীকে অভিনন্দন।   

২০২০ সালের এই দিনে তার স্বাস্থ্য পরিষেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের  ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু করে। তারপরে ৬০ বছরের বেশি বয়সি এবং ৪৫-৬০ বছর বয়সি কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের জন্য ১ মার্চ টিকাদান অভিযানটি শুরু করা হয়। যা গত বছর ২২ অক্টোবরের মধ্যেই ১০০ কোটির মাইল ফলক ছোঁয়। দেশ জুড়ে তেরঙা আলোয় সেজে ওঠে ১০০টি সৌধ। দেশের করোনাজয়ী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানাতে দেশের ১০০ টি সৌধে জ্বালানো হয় আলো।   

আরও পড়ুন India Covid Update: দেশে দৈনিক করোনা আক্রান্ত ২ লক্ষ ৭১ হাজারেরও বেশি, চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেস

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা(Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। যা আগের দিনের থেকে ২ হাজার ৩৬৯ জন বেশি।মৃত্যু হয়েছে ৩১৪ জনের। একই সঙ্গে দেশে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৪৩ জন। দেশে একদিনে করোনা মুক্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৩১ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনা টিকা দেওয়া হয়েছে ৬৬ লাখ মানুষকে।    

আরও পড়ুন আরও পড়ুন: Uttar Pradesh: মুলায়মের ঘরে ভাঙন ধরাল বিজেপি, পদ্ম শিবিরে যেতে পারেন পুত্রবধূ অপর্ণা

RELATED ARTICLES

Most Popular