Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRakesh Tikait: জেনারেল রাওয়াতকে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘গো ব্যাক’ শুনতে হল টিকায়েতকে

Rakesh Tikait: জেনারেল রাওয়াতকে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘গো ব্যাক’ শুনতে হল টিকায়েতকে

Follow Us :

নয়াদিল্লি: জেনারেল বিপিন রাওয়াতকে (Gen Bipin Rawat) শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)৷ তাঁকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান (Go Back Slogan)৷ শুক্রবার সকালে সদ্যপ্রয়াত সেনাধ্যক্ষকে (Chief Of Defence Staff Bipin Rawat) শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবন যান রাকেশ টিকায়েত৷ বাসভবনের বাইরে তখন সাধারণ মানুষের ভিড়৷ সেই ভিড়ের মধ্যে থেকে আওয়াজ ওঠে, ‘গো ব্যাক’ ‘টিকায়েত গো ব্যাক’৷ সেই আওয়াজ উপেক্ষা করে কফিনের ভিতর শায়িত জেনারেল বিপিন রাওয়াতকে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান রাকেশ টিকায়েত৷ 

দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মৃত্যুতে মর্মাহত গোটা দেশ৷ বুধবার রাতে তামিলনাড়ু থেকে দিল্লি পৌঁছয় বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা-সহ ১১ জনের দেহ৷ তার পরই পালাম বিমানবন্দরে নিহত সেনাপ্রধানকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ ছিলেন বিপিন ও মধুলিকার দুই মেয়েও৷

Bipin Rawat
কফিনবন্দি হয়ে ফিরল জেনারেল রাওয়াতের নিথর দেহ৷ বৃহস্পতিবার রাতে পালাম বিমানবন্দরে তোলা চিত্র৷

আজ শুক্রবার সকাল থেকে নিজের বাড়িতে রাখা হয় সিডিএসের নিথর দেহ৷ সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেখানে গিয়ে শেষ শ্রদ্ধা জানান সাধারণ মানুষ৷ দুপুর ২টোর পর কামরাজ মার্গ থেকে শুরু হয় অন্তিম যাত্রা৷ বিকেল ৪টে ৪৫ মিনিটে ব্রার শ্মশানে হবে শেষকৃত্য৷

আরও পড়ুন: Bipin Rawat: বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বুধবার দুপুরে সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতের চপার। কুন্নুরের নীলগিরিতে কপ্টারটি ভেঙে পড়ে৷ কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত হন। দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক প্রাণ হারান৷

RELATED ARTICLES

Most Popular