Placeholder canvas

Placeholder canvas
Homeদেশবিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলেই জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা, কৃষকদের সর্তকবার্তা যোগীর পুলিশের

বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলেই জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা, কৃষকদের সর্তকবার্তা যোগীর পুলিশের

Follow Us :

লখনউ: লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ চেয়ে আজ সোমবার ‘রেল রোকো’ আন্দোলনে নামতে চলছেন কৃষকরা৷ তাঁদের আন্দোলনের জেরে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা পুলিশ-প্রশাসনের৷ কৃষকদের আন্দোলনে সপ্তাহের প্রথম কাজের দিন যাতে লণ্ডভণ্ড না হয় তার জন্য কড়া মনোভাব দেখিয়েছে পুলিশ৷ আন্দোলনকারীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলেই জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি লখনউয়ে ১৪৪ ধারাও জারির নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: লখিমপুর কাণ্ডের দু’সপ্তাহ পর নিহত বিজেপি কর্মীর বাড়িতে অজয় মিশ্র

এর ফলে সেখানে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না৷ লখনউ পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রেল রোকো আন্দোলনে যাঁরাই অংশ নেবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ স্বাভাবিক কাজকর্ম ভেস্তে দেওয়ার চেষ্টা হলেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে৷ ইতিমধ্যে লখনউয়ের কৃষক নেতাদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ তাদের উপর নজর রাখা হচ্ছে৷

আরও পড়ুন: টিকটিকি তাড়াতে গিয়ে ২৫ তলা থেকে পড়ে মৃত্যু যমজ কিশোরের

সোমবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে কৃষকদের রেল রোকো কর্মসূচি৷ চলবে বিকেল ৪টে পর্যন্ত৷ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে অজয় মিশ্র টেনির অপসারণ এবং গ্রেফতারের দাবিতে দেশ জুড়ে রেল রোকো আন্দোলন ডাকা হয়েছে৷ এই আন্দোলন হবে শান্তিপূর্ণ৷ রেলের ক্ষয়ক্ষতি বা সম্পত্তি ভাঙচুরের মত কোনও ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেন কৃষকরা৷

RELATED ARTICLES

Most Popular