Placeholder canvas

Placeholder canvas
HomeScrollজিতেই সব আমিষ দোকান বন্ধের নিদান বিজেপি বিধায়কের, ভাইরাল ভিডিও

জিতেই সব আমিষ দোকান বন্ধের নিদান বিজেপি বিধায়কের, ভাইরাল ভিডিও

Follow Us :

জয়পুর: রাজস্থান বিধানসভা নির্বাচনে (Rajasthan Assembly election) জয়লাভ করেছে বিজেপি। আর তারপরই রাস্তার ধারের সব আমিষের দোকান বন্ধ করে দেওয়ার নিদান নবনির্বাচিত বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্যের (MLA Balmukund Acharya)। রাজস্থান বিধানসভা নির্বাচনে জয়পুরের (Jaipur) হাওয়ামহল (Hawa Mahal) আসনে প্রার্থী হয়েছিলেন বালমুকুন্দ। ওই কেন্দ্রে কংগ্রেসের আরআর তিওয়ারিকে ৬০০ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। তার একদিন পরেই অর্থাৎ সোমবার পুলিশকে রাস্তার ধারে বসা আমিষ দোকান সব বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন তিনি।

সোমবার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় বালমুকন্দবলেন, রাস্তায় কি প্রকাশ্যে আমিষ বিক্রি করা যায়? হ্যাঁ বা না উত্তর দিন। রাস্তার পাশের সব আমিষ দোকান অবিলম্বে বন্ধ করা উচিত। আমি সন্ধ্যায় আপনার কাছ থেকে রিপোর্ট নেব। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। ওই ভিডিয়োকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিজেপি কর্মীদের উপর গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ

ওই ভিডিয়োর ব্যাপারে অল মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (AIMIM chief Asaduddin Owaisi) বালমুকুন্দের ওই মন্তব্যকে অন্যায় বলে মন্তব্য করেন। ওয়েইসি বলেন, আমিষের দোকান বন্ধ করতে পারবে না কেউ। যদি আমিষ খাবারের স্টল বসাতে চায়, কেউ তা কীভাবে থামাতে পারেন?

RELATED ARTICLES

Most Popular