Placeholder canvas

Placeholder canvas
HomeদেশKashmir encounter: কাশ্মীরে দুই জয়েশ-সহ নিকেশ ৬ জঙ্গি, শহীদ জওয়ান

Kashmir encounter: কাশ্মীরে দুই জয়েশ-সহ নিকেশ ৬ জঙ্গি, শহীদ জওয়ান

Follow Us :

শ্রীনগর: কাশ্মীরে(Kashmir) জঙ্গিদমনে বড়সড় সাফল্য মিলল। ২ পাকিস্তানি সহ ৬ জঙ্গিকে( terrorists killed) নিকেশ করল কাশ্মীর পুলিস(Kashmir police) ও সেনার যৌথ বাহিনী। এই সংঘর্ষে এক সেনা জওয়ান শহীদ হয়েছেন। গুলিতে জখম হয়েছেন আরও দুজন।

অনন্তনাগ ও কুলগাঁওয়ে দুটি পৃথক সংঘর্ষে জঙ্গিদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিস। গতকাল সন্ধ্যে থেকে অনন্তনাগ, নওগাঁ এবং কুলগাঁওয়ের মিরহামা গ্রামে জঙ্গিদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ শুরু হয়। ৬ জঙ্গির মধ্যে দুজন নিষিদ্ধ সংগঠন জয়েশ-এ-মহম্মদের সদস্য রয়েছে বলে জানা গিয়েছে। বাকিরা স্থানীয় জঙ্গি। বর্ষবরণের আগে জঙ্গিরা হামলা চালাতে পারে, গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়েই অভিযানে নামে বাহিনী।

আরও পড়ুন: Mumbai omicron: মুম্বইয়ে এক সপ্তাহের জন্য ১৪৪ ধারা, দেশে বেড়েই চলেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

কাশ্মীর পুলিসের আইজি বিজয় কুমার আজ সকালে জানান, এটা একটা বড় সাফল্য। তিনি বলেন, বুধবার রাতে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় কাশ্মীর পুলিস ও সেনার যৌথ বাহিনী। নওগাঁ ও কুলগাঁওয়ের একাধিক জায়গায় চলে তল্লাশি। প্রথম সংঘর্ষ হয় নওগাঁর অনন্তনাগে। সেখানেই মৃত্যু হয় ৩ জঙ্গির। আহত হন এক পুলিসকর্মী। পরের অভিযান ছিল কুলগাঁওয়ে। সেখানে এনকাউন্টারে নিকেশ হয় আরও ৩ জঙ্গি। এদের মধ্যে চারজনকে শনাক্ত করা গিয়েছে। ২ জন পাকিস্তানি জঙ্গি এবং ২ জন স্থানীয় বলেই জানিয়েছে পুলিস।

সূত্রে জানা গিয়েছে, দুটি জায়গাতেই জঙ্গিরা ডেরা বেঁধে রয়েছে বলে খবর আসে বাহিনীর কাছে। সেই সূত্র ধরেই জঙ্গি ডেরাকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। তখনই বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। জবাব দেয় বাহিনীও। ওই এলাকায় আরও জঙ্গি ঘাপটি মেরে রয়েছে বলে সূত্রের খবর। তাদের নাগাল পেতে অভিযান জারি রয়েছে।

RELATED ARTICLES

Most Popular