Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsSheena Bora Murder Case: শিনা বরা হত্যা মামলায় ইন্দ্রাণীর জামিন মঞ্জুর সুপ্রিম...

Sheena Bora Murder Case: শিনা বরা হত্যা মামলায় ইন্দ্রাণীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

Follow Us :

নয়াদিল্লি: শিনা বরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। প্রায় সাড়ে ছ’বছর জেলবন্দি থাকার পর শীঘ্রই জেল থেকে মুক্তি পাবেন তিনি। বুধবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত বলে, দীর্ঘ সাড়ে ছ’বছর ধরে জেলবন্দি ছিলেন ইন্দ্রাণী। তাই শর্তসাপেক্ষে জামিন পাওয়ার অধিকার রয়েছে তাঁর। এখনই এই মামলার শুনানি সম্ভব নয় বলেও ইঙ্গিত দিয়েছে আদালত। কারণ, এখনও পর্যন্ত ৫০ শতাংশ সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়নি।

২০১২ সালে ইন্দ্রাণী মুখোপাধ্যায় তাঁর মেয়ে শিনা বরাকে খুন করেন বলে অভিযোগ ওঠে। সাত বছর আগে ২০১৫ সালের অগাস্টে তাঁকে গ্রেফতার করে খার পুলিস। তারপর থেকেই মুম্বইয়ের বাইকুল্লা জেলেই ছিলেন ইন্দ্রাণী। এই মামলায় আর এক অভিযুক্ত ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল। ২০২০ সালে আদালত জামিন দিয়েছিল পিটারকে।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চে ইন্দ্রাণীর জামিন-মামলাটি ওঠে। বেঞ্চ বলে, ট্রায়াল কোর্টে এই মামলার শুনানি হতে আরও অনেক সময় লাগবে। ইতিমধ্যে ইন্দ্রাণীর কারাবাসের মেয়াদ সাড়ে ছয় বছর হয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে মেয়েক খুন করার ব্যাপারে জোরালো সাক্ষ্য প্রমাণও মেলেনি। এই অবস্থায় ইন্দ্রাণীকে জেলবন্দি রাখার অর্থ হয় না। এরপরই তিন বিচারপতির বেঞ্চ জামিনের নির্দেশ দিয়ে বলে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রায়াল কোর্ট।

আরও পড়ুন: SSC Recruitment HC: এসএসসির নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ ডিভিশন বেঞ্চের

RELATED ARTICLES

Most Popular